কলকাতা: বিশ্বকাপ (World Cup 2023) নিয়ে উন্মাদনার পারদ তুঙ্গে।এদিকে এবার বাংলাদেশ থেকে ডাক এসেছিল সঙ্গীত শিল্পি ইমন চক্রবর্তীর (Iman Chakraborty)। বর্তমানে তিনি বাংলাদেশেই রয়েছেন। সেখানে গিয়েই বিপাকে জাতীয় পুরস্কারজয়ী এই সঙ্গীতশিল্পী। কী হল হঠাৎ তাঁর সঙ্গে? ইমন একটি পোস্ট করেছেন সশ্যাল মিডিয়ায়।
সেই পোস্টে লিখেছেন, তিনি ঢাকায় আছেন। বিশ্বকাপ বিশ্বকাপ ফাইনাল কী করে দেখবেন! হটস্টার চলছে না। তাঁর পোস্টে একজন কমেন্টে জানান, বাংলাদেশে ‘হটস্টার চলে না। শিল্পী অন্য কোনও ওটিটি (OTT) প্ল্যাটফর্মের দ্বারস্থ হতে পারেন।
আরও পড়ুন: অনুষ্কার ‘কো-অর্ডে’র দাম শুনলে চমকে যাবেন
কলকাতায় ম্যাচের দিন টলিপাড়ার অনেকেই ভিড় জমিয়েছিলেন স্টেডিয়ামে। ফাইনাল খেলা হবে আমদাবাদে। সেখানে অনেকেই যাচ্ছেন না। তবে সবাই বাড়িতে বসে টেলিভিশনের সামনেই নিজের দেশের হয়ে গলা ফাটাবেন। অনেকেই ভাবছেন ২০০৩-এর দুঃখ হয়তো এ বার মেটাবে রোহিত শর্মার টিম।
অন্য খবর দেখুন: