নয়াদিল্লি: ১৮ তম লোকসভা অধিবেশনের (Parliament Session of 18th Lok Sabha) শুরুর দিনই প্রোটেম স্পিকার হিসাবে শপথ নিলেন বিজেপির প্রবীণ সাংসদ ভর্তৃহরি মহতাব (BJP Bhartruhari Mahtab Sworn Loksabha Protem Speaker)। তাঁকে শপথবাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। যদিও বিরোধীদের (Opposition Of Loksabha) আপত্তি সত্ত্বেও সোমবার বিজেপি সাংসদ প্রোটেম স্পিকার হিসাবে শপথ নিলেন। নবনির্বাচিত সাংসদদের শপথ অনুষ্ঠানের তত্ত্বাবধান করবেন তিনি। এদিকে মহতাবকে সাহায্য করার জন্য সরকার যে প্যানেল করেছে, তাতে থাকতে চান না বিরোধী সদস্যরা। মহতাবকে প্রোটেম স্পিকার করার প্রচিবাদেই তাঁদের এই সিদ্ধান্ত। ওই প্যানেলে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের কে সুরেশেরও নাম রয়েছে। বিরোধীরা এদিন অধিবেশন বয়কটেরও সিদ্ধান্ত নিয়েছেন।
প্রোটেম স্পিকার পদে মহতাবের নিয়োগ নিয়ে প্রথম থেকেই সুর চড়িয়েছিলেন বিরোধীরা। কংগ্রেসের আটবারের সাংসদ কে সুরেশকে প্রোটেম স্পিকার করার দাবি তুলেছিলেন বিরোধীরা। প্রথা অনুযায়ী সবচেয়ে প্রবীণ সাংসদকেই প্রোটেম স্পিকার করা হয়ে থাকে। ভর্তৃহরি মহতাব সাতবারের সাংসদ। অন্যদিকে কে সুরেশ আটবার সাংসদ হয়েছেন। বিরোধীদের উপেক্ষা করে সোমবার স্পিকার হিসাবে শপথ নিলেন বিজেপি সাংসদ ভর্তৃহরি মহতাব। আগামী ২৬ জুন লোকসভার স্পিকার নির্বাচন করা হবে। কেন কে সুরেশকে বাদ দিয়ে মহতাবকে নির্বাচন করা হল সে নিয়ে সরবও হয়েছে বিরোধীরা। সংসদীয় নিয়ম লঙ্ঘন এবং স্বজনপোষণের রাজনীতির অভিযোগ তুলছেন বিরোধীরা।
আরও পড়ুন: মাথা উঁচু করেই সংসদে ঢুকলেন তৃণমূলের সাংসদ মহুয়া
বিজেপির সমালোচনা করে কংগ্রেসের বর্ষীয়ান নেতা জয়রাম রমেশ বলেছেন, বর্তমান লোকসভার সবচেয়ে সিনিয়র সাংসদ হলেন কংগ্রেসের কে সুরেশ (K Suresh of Congress) এবং বিজেপির বীরেন্দ্র কুমার। দুজনই এখন তাঁদের অষ্টম মেয়াদ পূর্ণ করছেন। যেহেতু বীরেন্দ্র কুমার একজন কেন্দ্রীয় মন্ত্রী, তাই কে সুরেশকে প্রোটেম স্পিকার হিসেবে নিয়োগ করা উচিত ছিল। কে সি বেনুগোপাল বলেছেন, সংসদীয় রীতিনীতি ধ্বংস করার প্রচেষ্টায় ভ্রাতৃহরি মহতাবকে প্রোটেম স্পিকার হিসেবে নিযুক্ত করা হল।
অন্য খবর দেখুন