ভাটপাড়া: জগদ্দলে তৃণমূল নেতা খুনের ঘটনায় (Bhatpara Shootout) গ্রেফতার আরও ২জন। পাঁচ দিন পর গ্রেফতার মূল অভিযুক্ত। তদন্তে জানা গিয়েছে, দাদার খুনের বদলা নিতেই তৃণমূল নেতা অশোক সাউকে খুন করেছে সুজল। সুজলকে সোমবার গ্রেফতার করা হয়। সোমবার ব্যারাকপুরে সাংবাদিক সম্মেলনে জানালেন নগরপাল অলোক রাজোরিয়া। জগদ্দল থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে বুধবার খুন হন তৃণমূল কংগ্রেস নেতা অশোক সাউ। সেই খুনের ঘটনা নিয়ে সোমবার ব্যারাকপুর নগরপাল কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজোরিয়া।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, ২০২০ খুন হয়েছিলেন আকাশ প্রসাদ নামের এক যুবক। সেই খুনের ঘটনায় অভিযোগে নাম ছিল তৃণমূল নেতা অশোক সাউয়ের। সেই খুনের ঘটনার বদলা নিতেই এই খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ঘটনার সঙ্গে যুক্ত হিসাবে গ্রেফতার করা হয়েছে মৃত আকাশ প্রসাদের ভাই সুজল প্রসাদ ও সানি দাস। এই ঘটনায় ব্যবহৃত দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। আরও বেশ কয়েকজন পলাতক বলে পুলিশ সূত্রে খবর।
আরও পড়ুন: সরকারি সম্পত্তি ভাঙচুরে ছাড় নয় কোনও রাজনৈতিক দলকেই: হাইকোর্ট
গত ১৩ নভেম্বর, নৈহাটিতে উপনির্বাচনের দিন পাশের কেন্দ্র ভাটপাড়ায় সাতসকালে শুটআউটের ঘটনা ঘটে। তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। এলাকায় বোমাবজির অভিযোগ উঠেছে। ঘটনার তদন্তে নেমে বারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ প্রথমে কওসর আলি নামে একজনকে গ্রেফতার করে। তারপর সুজয় পাসওয়ানের নাম উঠে আসে। গত পাঁচদিন ধরে পাশের এলাকায় গা ঢাকা দিয়েছিল। ধৃতদের জেরা করে সুজলের সন্ধান পান গোয়েন্দারা।
অন্য খবর দেখুন