কলকাতা: সোশ্যাল মিডিয়ায় আগুন ঝরিয়ে তাক লাগালেন ভূমি (Bhumi Pednekar)। নিজের ফ্যাশনের ঝলকে বারবার সাড়া ফেলেছেন ভূমি পেডনেকর। কখনও ব্র্যালেট তো কখনও শর্ট স্কাটে নজর কেড়েছেন অভিনেত্রী। এবার ‘সামার কুল’ অবতারে ভক্তদের সামনে হাজির অভিনেত্রী। ভূমির স্টাইলিশ ও বোল্ড ফ্যাশনে বোল্ট হয়ে গিয়েছেন ভক্তরা।
আরও পড়ুন: স্বস্তিকায় মুগ্ধ শ্রাবন্তী! বললেন, ‘ও হাসলেই মন গলে যায়’
বলিউডে ডেবিউ করেন সেই সময় ছবির জন্য তিনি ৩০ কেজি বাড়িয়েছিলেন। তখন তাঁর ওজন ছিল ৯০ কেজি। পরে কড়া ডায়েট চার্ট মেনে শরীর একেবারে মেদহীন করে ঝরঝরে করে ফেলেছেন। মাঝেমঝ্যেই সোশাল মিডিয়ায় বোল্ড লুকে ধরা দিলেন ভূমি। গ্ল্যামারাস লুকে ছবি পোস্ট করেছেন ভূমি পেডনেকর। এবার সামার লুকে উষ্ণতা ছড়িয়ে ভক্তদের ঘাম ঝরালেন অভিনেত্রী। অভিনেত্রীকে দেখা গেল সামার লুকে। কখনও আইসক্রিম খাওয়ার ছবি তো কৎৃখন সমুদ্রে জলে শরীর ভেজানো ছবি। চাবুক মতো মেদহীন ফিগারে পিঙ্ক কালারে ব্রালেটে ‘সেক্সি’ অবতারে কাত করলেন নেটদুনিয়াকে। মাথায় সাদা টুপি, চোখে রোদ চশমা। রোদে নিজেকে ঠান্ডা রাখতে হাতে আইসক্রিম। উষ্ণতায় চুঁইয়ে পড়ছে আইসক্রিম! পোশাকের সঙ্গে খুব অল্প মেকআপ করেছেন ভূমি।
অন্য খবর দেখুন