মঙ্গলবার প্রকাশ্যে আসে অস্কারে মনোনীত গানের তালিকা। প্রকাশিত করা হয় সেরা ৮৯ গানের তালিকা। সেখানেই জায়গা করে নেন বিক্রম ঘোষের মিউজিক। সঙ্গীতশিল্পী বিক্রম ঘোষের ‘ব্য়ান্ড অফ মহারাজাস’- ছবির গান জায়গা করে নিল অস্কারের প্রকাশিত গানের তালিকায়। গানটির নাম ‘ইশক আওয়ালা দাকু’। সিনেমার পরিচালক গিরিশ মালিক।
আরও পড়ুন: অস্কারের দৌড়ে এবার ইমনের গান ‘ইতি মা’
উল্লেখ্য, আজ যেই তালিকা প্রকাশ করা হয়েছে তা অস্কারের মনোনয়নের চূড়ান্ত তালিকা নয়। এবং আজ যেই তালিকা প্রকাশ করা হয় সেই তালিকায় একমাত্র ‘ব্য়ান্ড অফ মহারাজাস- ইশক আওয়ালা দাকু’ গানটি হিন্দি থেকে ৮৯ গানের তালিকায় জায়গা করে নিয়েছে। তবে এটাই চূড়ান্ত তালিকা নয়, এরপর প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা। সেখানে সঙ্গীতশিল্পী বিক্রম ঘোষের ‘ইশক আওয়ালা দাকু’ গানটি জায়গা করে নিতে পারে কিনা সেদিকেই নজর সকলের।
View this post on Instagram
পাশাপাশি, আজ খবরের শিরোনামে উঠে আসে অস্কারে প্রথম বাঙালি গায়িকা হিসাবে জায়গা করে নেন ইমন চক্রবর্তী। তাঁর গাওয়া গান ‘ইতি মা’ জায়গা করে নিল অস্কারের দৌড়ে। সারা বিশ্বের সেরা ৮৯ গানের মধ্যে ঠাঁই পেল বাঙালি সঙ্গীতশিল্পীর বাংলা গানও। উল্লেখ্য, ‘পুতুল’ সিনেমার গান ‘ইতি মা’, যার গায়িকা জাতীয় পুরস্কার বিজয়িনী ইমন চক্রবর্তী।
দেখুন অন্য খবর