ওয়েব ডেস্ক: ৪ঠা জুলাই শুক্রবার ওটিটি প্ল্যাটফর্মে (OTT Platform) মুক্তি পেয়েছে ‘কালীধর লাপাতা'(Kalidhar Lapata)। ছবিটি পরিচালনার দায়িত্বে ছিলেন মধুমিতা সুন্দারারামন (Madhumita Sundararaman)। ছবিটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিষেক বচ্চন (Abhishek Bacchan)। টুইস্টে মোড়া (Twist) এই ছবি ওটিটিতে আসার পর থেকেই দর্শকদের প্রচুর প্রশংসা কুড়িয়েছে। এক মুখ দাড়ি, বিধস্ত চেহারা, এলোমেলো স্বভাবে ধরা দিয়েছেন অভিষেক। সম্পূর্ণ এক ভিন্ন লুক। মুগ্ধ করেছে জুনিয়র বচ্চনের নিখুঁত অভিনয়।
বলিপাড়ার অভিনেতারাও তাঁদের সহকর্মী অভিষেকের (Abhishek Bacchan) অভিনয়ে দেখে বেশ প্রশংসা করেছেন। আর ছেলের এই সাফল্যে বেশ খুশি বাবা অমিতাভ (Amitabh Bacchan)। বলাবাহুল্য পরিচালক টিনু আনন্দ (Tinnu Anand) অভিষেকের অভিনয়ের প্রশংসা করার পর থেকে বচ্চন জির মুখের হাসি আরও চওড়া হয়েছে। শনিবার নিজের এক্স হ্যান্ডেলে (X Handle) একটি পোস্ট করেছেন তিনি। গর্বে ছেলে অভিষেকের জন্য কী লিখলেন বচ্চন জি?
জুনিয়র বচ্চনের টানটান অভিনয় দেখে পরিচালক টিনু আনন্দ বচ্চন জি’কে একটি মেসেজ পাঠিয়েছেন। মেসেজে লেখা রয়েছে, “স্যার জি,যেহেতু আমার কাছে অভিষেকের নম্বর নেই, আপনি কি আমার পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানাতে পারবেন। অভিষেক কালীধর লাপাতা’তে দারুণ অভিনয় করেছে।”
আরও পড়ুন:দ্বিতীয় দিনে ছক্কা হাঁকাল ‘মেট্রো ইন ডিনো’! দু’দিনে ছবির মোট আয় কত?
অমিতাভ এক্স হ্যান্ডেলে তাঁর এই মেসেজটি পোস্ট করে জানিয়েছেন, “যখন আমার প্রিয় বন্ধু এবং পরিচালক টিনু আনন্দের মতো কেউ এমন বার্তা পাঠান, তখন তা শব্দের চেয়েও বেশি কিছু প্রকাশ করে। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি।” উল্লেখ্য, সম্প্রতি কিং ছবির শুটিং শুরুর দিনেও ছেলেকে নিয়ে আনন্দঘন একটি পোস্ট করেছিলেন বিগ বি। নতুন ছবির শুরুর দিনে শুভেচ্ছা বার্তায় ভরিয়েছিলেন অমিতাভ।
প্রসঙ্গত, কালীধর লাপাতা-এর (Kalidhar Lapata) গল্পটি কালীধরকে ঘিরে আবর্তিত হয়েছে। কালীধরের ভূমিকায় দেখা যাবে অভিষেককে (Abhishek Bacchan)। ছবির পরোতে পরোতে লুকিয়ে টুইস্ট। পরিচালক গল্পটি বুনেছেন কালীধরকে নিয়ে যিনি মানসিকভাবে দুর্বল। তাঁর একাধিক মানসিক সমস্যা রয়েছে। তাঁর পরিবারের তাঁকে দূরে করে দেওয়ার পরিকল্পনা তাঁর একাকীত্বকে আরও বাড়িয়ে তোলে। তারপরেই গল্পে আসে নতুন মোড়। তাঁর জীবন ছন্দে ফেরে। অন্ধকার মুছে ফেলে আশার আলো নিয়ে আসে এক ছোট্ট শিশু। বাকিটা গল্প ওটিটি বলবে।
দেখুন অন্য খবর