বাঁকুড়া: উপনির্বাচনের প্রচারে এবার উত্তপ্ত বাঁকুড়া। শুক্রবার তালডাংরা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সিমলাপালের মণ্ডলগ্রাম অঞ্চলে বিজেপি প্রার্থীর প্রচার কর্মসূচিতে বাইক বাহিনীর হামলা চালানোর অভিযোগ উঠেছে। অভিযোগের তীর তৃনমূলের দিকে। বিজেপির দাবি, নির্বাচন কমিশনের অনুমতি নিয়েই মণ্ডলগ্রাম অঞ্চলে তাঁদের স্বতঃস্ফূর্ত প্রচার কর্মসূচি চলছিল। তারপরেও তৃণমূলের বাইক বাহিনীর হামলার শিকার হন বিজেপি কর্মী বিশ্বরূপ দে। আহত বিজেপি কর্মীকে সিমলাপাল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: কালনায় দ্বাদশ শ্রেণীর ছাত্রীর রহস্যজনক মৃত্যু, উদ্ধার রেলে কাটা দেহ
ঘটনার পর বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্র মন্ডল কড়া ভাষায় বলেন, “তৃণমূলের একদল বাইকচালক ইচ্ছাকৃত ও পরিকল্পিত ভাবে এই হামলা চালিয়েছে।” তিনি আরও জানান যে, বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হবে। এদিকে বিষয়টি নিয়ে তৃণমূলের দাবি, “ভোটের আগেই বিজেপি হেরে বসে আছে। এখন ভোটের হাওয়া গরম করার জন্য এই সব মিথ্যে অভিযোগ করছে।” ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক মহলে এই ঘটনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
দেখুন আরও খবর: