নিউইয়র্ক: ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) নিশানা করলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন (Bill Clinton)। শিকাগোয় ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় কনভেনশনে তিনি বলেন, আমি এখনও ট্রাম্পের চেয়ে অনেক তরুণ। ডোনাল্ড ট্রাম্প সোমবার পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে কমলা হ্যারিসের উদ্দেশ্যে বলেছিলেন, ওঁর চেয়ে আমি অনেক সুন্দর দেখতে। ক্লিন্টন ট্রাম্পের সেই খোঁচার জবাব দিলেন বলে মনে করা হচ্ছে। জো বাইডেন ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণার পরে তাঁর পছন্দের প্রার্থী কমলা হ্যারিসকে বিভিন্ন সময়ে খোঁচা দিয়েছেন ট্রাম্প। পাল্টা আক্রমণ করে ক্লিন্টন বলেন, উনি আমি এবং আমার ছাড়া কিছুই বোঝেন না।
ওই অনুষ্ঠানে ট্রাম্পকে ক্লিন্টন স্বার্থপর বলেও উল্লেখ করেন। উল্লেখ্য, বিল ক্লিন্টন ১৯৯৩ সাল থেকে ২০০২১ সাল পর্যন্ত দুদফায় প্রেসিডেন্ট ছিলেন। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ছিলেন ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত। আগামী নভেম্বরে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে লড়াই রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের।
আরও পড়ুন: আরজি কর মেডিক্যাল কলেজের দায়িত্ব নিতে চাইছেন না নতুন অধ্যক্ষ
আরও খবর দেখুন