কলকাতা: জ্যোতিপ্রিয় মল্লিকের (jyotipriya mallicks) মন্ত্রিপদ গেল না। বন দফতরও তাঁর কাছেই থাকল। আপাতত মন্ত্রিসভায় তাঁর মর্যাদা অটুট রইল। বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর মধ্যমগ্রামের বিধায়ক তথা বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, জেলায় সাংগঠনিক যে দায়িত্ব ছিল বালুর উপর সেটা যেন তিনি আপাতত দেখে দেন। এছাড়া জেলার অন্য মন্ত্রীদেরও সংগঠনের জন্য আরও বেশি সময় দিতে বলেন মুখ্যমন্ত্রী।
বালুর মন্ত্রিত্ব থাকবে কি থাকবে না, তা নিয়ে বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয় সেই দিকে তাকিয়ে ছিল রাজনৈতিক মহল। তবে মন্ত্রিসভার বৈঠকে বালুর দফতর বণ্টন নিয়ে কোনওরকম আলোচনা হয়নি। বালু গ্রেফতার হওয়ার পর থেকেই বন দফতরের দায়িত্ব প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা সামলাচ্ছেন। মুখ্যমন্ত্রী তাঁর কাজেও বেশ খুশি। বীরবাহার স্বচ্ছ ভাবমূর্তি এবং ব্যবহারে বনকর্তাদের অধিকাংশই সন্তুষ্ট। তাই বালুর অনুপস্থিতিতে বনদফতর যাবতীয় কাজ আপাতত বীরবাহাই (Birbaha Hansda) সামলাবেন বলে মমতা জানিয়ে দিয়েছেন। গ্রেফতার হওয়ার দিন পাঁচেকের মধ্যেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে দলের মহাসচিব পদ থেকেও সরিয়ে দেওয়া হয়। তারপর তৃণমূলে ওই পদের আর কোনও অস্তিত্বই নেই।
আরও পড়ুন: ব্যারাকপুরের চলল গুলি, মৃত ১
এদিকে জ্যোতিপ্রিয় মল্লিককে ফাঁসানো হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী সহকর্মীদের উদ্দেশে বলেন, বালুকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। তোমরা যাঁরা উত্তর ২৪ পরগনার মন্ত্রী আছ, তাঁদের সংগঠনে আরও বেশি করে সময় দিতে হবে। ব্রাত্য বসু, পার্থ ভৌমিক, শোভনদেব চট্টোপাধ্যায়, রথীন ঘোষদের নাম করে মমতা বলেন, তোমরা জেলার সংগঠনটা দেখো।
আরও অন্য খবর দেখুন