বীরভূম: বেসরকারি নার্সিংহোমে শিশু বিক্রির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা বীরভূমে। ইতিমধ্যেই ঘটনায় গ্রেফতার শিশু কন্যার মা এবং নার্সিংহোমের কর্মী সহ সাত জন। ঘটনাটি ঘটেছে, বীরভূমের শান্তিনিকেতন থানার সিয়ান বেসরকারি নার্সিংহোমের। ঘটনার তদন্তে লাভপুর ও শান্তিনিকেতন থানার পুলিশ।
জানা গিয়েছে, বীরভূমের সাঁইথিয়া থানার বাসিন্দা আজমিরা খাতুন। ১২ দিন আগে শান্তিনিকেতন থানার সিয়ানে একটি বেসরকারি নার্সিংহোম কন্যা সন্তানের জন্ম দেন তিনি। আজমিরা কুড়ি হাজার টাকায় নার্সিংহোম কর্তৃপক্ষকে শিশু কন্যা টিকে বিক্রি করে বলে অভিযোগ। নার্সিংহোমের কর্মী হেমন্ত মাঝি সহ বেশ কয়েকজন ৩৫ হাজার টাকায় শিশু কন্যা বিক্রি করে অন্য আরেক পক্ষকে। সেই পক্ষ লাভপুর থানার কুরুন্নাহার গ্রামের বাসিন্দা দু’জনকে মোটা টাকায় শিশুকন্যা বিক্রি করে।
আরও পড়ুন: আইসিসের ইঞ্জিনিয়ার জঙ্গি গ্রেফতার
জানা গিয়েছে, লাভপুর থানার কুরুন্নাহার গ্রামে যে দুজন শিশু কন্যা কিনেছিলেন তার প্রতিবেশী লাভপুর থানায় অভিযোগ করে। লাভপুর থানার পুলিশ শতপ্রণোদিতভাবে মামলার রুজু করেন। বীরভূমের লাভপুর ও শান্তিনিকেতন থানার পুলিশ তদন্তে নেমে শিশু কন্যার মা আজমিরা খাতুন, সিয়ানের বেসরকারি নার্সিংহোমের কর্মী হেমন্ত মাঝি এবং কুরুনাহারের দুজন বাসিন্দা সহ মোট সাত জনকে গ্রেফতার করেছে লাভপুর থানার পুলিশ।
অন্য খবর পড়ুন: