বোলপুর: সব জল্পনা উড়িয়ে সরাসরি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) সঙ্গে দেখা করলেন বীরভূম (Birbhum) জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ (Kajal Sheikh)। শনিবার ঘড়ির কাটায় সাড়ে পাঁচটা। বীরভূমের বোলপুর জেলা তৃণমূল কার্যালয়ের সামনে হুটার বাজিয়ে নীলবাতি সাদা গাড়ি লাগলো পার্টি অফিসের সামনে। গাড়ি থেকে বেরিয়ে এলেন কাজল শেখ। গুটি গুটি পায়ে কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখ চলে গেলেন অনুব্রত মণ্ডলের হাতে গড়া ঝা চকচকে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের ভিতরে। আধ ঘন্টা ধরে কাজল কেষ্ট সৌজন্য সাক্ষাৎ। তখনও বোলপুরের তৃণমূল পার্টি অফিসের বাইরে অসংখ্য তৃণমূল কর্মী, সংবাদমাধ্যমের লোকজন, পুলিশ কর্মীদের ভিড়।
আধ ঘন্টার মধ্যেই জেলা তৃণমূল কার্যালয়ে থেকে বেরিয়ে এলেন কাজল শেখ। মুখে চওড়া হাসি। সংবাদ মাধ্যমের মুখোমুখি তিনি। কাজলকে প্রশ্ন করতেই তিনি জানান, দাদার কাছে এসেছিলাম। তিনি আমার অভিভাবক। কেষ্ট মন্ডল এর হাত ধরে আমার রাজনৈতিক জীবনের পথচলা। দাদার শারীরিক অবস্থার খোঁজখবর নিলাম। সম্ভবত তিনি দু-একদিনের মধ্যে কলকাতা যাবেন চিকিৎসা করাতে। দাদা আমায় বললেন ফিরে এসে একসঙ্গে বসব।
শুধু কাজল শেখ দেখা করলেন এমনটা নয়। বিধানসভার ডেপুটি স্পিকার তথা রামপুরহাট বিধানসভার তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করেন। তিনিও দীর্ঘ সময় ধরে জেলা তৃণমূল কার্যালয় বোলপুরে কেষ্ট মন্ডলের সঙ্গে কথা বলেন।
আরও পড়ুন: ভয়ঙ্কর রূপ ধারণ করছে তিস্তা, উদ্বিগ্ন বাসিন্দারা
আরও খবর দেখুন