বাঁকুড়া: বিষ্ণুপুরে মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার (Women Boby Found Jungle Bankura)। ধর্ষণ করে খুন করা হয়েছে ওই মহিলাকে দাবি পরিবারের। মৃতদেহ উদ্ধার করে তদন্তে বিষ্ণূপুর পুলিশ। জঙ্গল থেকে এক বধূর দেহ উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়াল বাঁকুড়ার (Bankura) বিষ্ণুপুর থানার চাঁচর জঙ্গলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে গতকাল দুপুরে ওই গৃহবধূ জঙ্গল থেকে কাঠ আনতে গিয়েছিলেন। তারপর থেকে আর তাঁর নিখোঁজ ছিলেন ওই মহিলা। রবিবার তাঁর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার হয়। কিন্তু, কীভাবে ওই মহিলার মৃত্যু হল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
রবিবার সকালে স্থানীয় মানুষ জন মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে বিষ্ণুপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর সুপার স্পেশালিটি পাঠানো হয়েছে। মৃতার পরিবারের দাবি ধর্ষণ করে খুন করা হয়েছে। পরিবারের দাবি শনিবার বেলা সাড়ে ১২ টা নাগাদ বিষ্ণুপুর থানা এলাকার বছর ওই গৃহবধূ স্থানীয় জঙ্গলে কাঠ কুড়োতে গিয়েছিল। কিন্তু বাড়ি না ফেরায় রাতভর খোঁজাখুঁজি করেই খোঁজ পাওয়া যায়নি ওই তাঁর। রবিবার সকালে ফের জঙ্গলে খোঁজাখুঁজি করতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবার ও গ্রামের মানুষ। মৃতদেহ অর্ধনগ্ন অবস্থায় পড়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিষ্ণুপুর থানার পুলিশ। দেহ উদ্ধারের পর তা পাঠানো হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই হচ্ছে ময়নাতদন্ত।
আরও পড়ুন: পুনর্বাসন ছাড়া শান্তিপুর রেল স্টেশনে দোকান উচ্ছেদ
পরিবারের দাবি, ধর্ষণ করে খুন করা হয়েছে। প্রায় ২০০ মিটার মাটিতে ঘষতে ঘষতে নিয়ে যাওয়া হয়েছে মাটির দাগ দেখে দাবি পরিবারের। বিচার চেয়ে পুলিশের দ্বারস্থ হচ্ছে মৃতার পরিবার। ঘটনাস্থলে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। দেহ উদ্ধারের সময় মহিলার অবস্থা দেখে ধর্ষণের তত্ত্বও করা যাচ্ছে না। তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার লোকজনকে।
অন্য খবর দেখুন