পশ্চিমবঙ্গ: উত্তাল বাংলাদেশ। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই সেখানকার সংখ্যালঘুদের উপর চলছে অত্যাচার। গ্রেফতার করা হয়েছে ইস্কনের প্রাক্তন সদস্য চিন্ময় কৃষ্ণ দাসকে। যা নিয়ে বাংলাদেশের হিন্দুরা দফায় দফায় প্রতিবাদ করেন। আর এবার এই ইস্যুতে সরব হলেন পশ্চিমবঙ্গের হিন্দুরা।
বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার ও চিন্ময় কৃষ্ণ দাসের নিঃস্বার্থ মুক্তির দাবিতে বাঙালি হিন্দু রক্ষা সমিতির পক্ষ থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলায় প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। সেখানে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যাতে অত্যাচার বন্ধ করা হয় এই দাবি করা হয়। পড়ানো হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতা মহাম্মাদ ইউনুসের কুশ পুতুল। এমনকি ইউনুসের মূর্তিতে লাথি মেরে জানানও হয় প্রতিবাদ।
আরও পড়ুন: কয়লা কাণ্ডে চার্জ গঠন, আদালতে হাজির মূল অভিযুক্ত
শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনাতেই নয়, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার দ্রুত থামাতে হবে এই দাবিতে আজ জেলায় জেলায় চলে প্রতিবাদ মিছিল। বাংলাদেশে হিন্দু মা-বোনেদের উপর অত্যাচারের বিরুদ্ধে সরব বিশ্ব হিন্দু পর্ষদ সহ বিভিন্ন হিন্দু সংগঠন গুলি। বর্ধমান শহরের বাসিন্দারাও সরব হন এই অত্যাচারের বিরুদ্ধে। বর্ধমান শহরের বড়নীলপুর থেকে রেল স্টেশন পর্যন্ত ডাক দেওয়া হয় মিছিলের। “বাংলাদেশ জ্বলছে হিন্দুরা জাগো”, ” বাংলাদেশের অশুভ শক্তির বিনাশ হউক” লেখা ব্যানার নিয়ে এই মহামিছিলে পা মেলান হাজার হাজার মানুষ। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করতে হবে এবং শীঘ্রই চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দিতে হবে এই দাবি তুলে আজ মিছিলে পা মেলান বর্ধমানের বাসিন্দারা।
আজ বাংলাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে পথে নামেন আরামবাগের বাসিন্দারা। সেখানেও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুসের কুশপুতুল নিয়ে মিছিল করেন জাগ্রত হিন্দু সমাজের সদ্যসরা। এদিনের মিছিলে শুধুমাত্র স্বাধারণ মানুষই যোগদান করেন নি, হিন্দু ধর্মগুরুরাও পা মেলান। এদিনের মিছিলটি আরামবাগের পল্লীশ্রী থেকে শুরু হয়ে বাসদেবপুর মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে সভাও করে হিন্দু জাগ্রত হিন্দু সমাজ।
বারুইপুরেও আজ মহামিছিল হয় বাংলাদেশের বিরুদ্ধে। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার ও চিন্ময় কৃষ্ণ প্রভুর নিঃস্বার্থ মুক্তির দাবিতে বাঙালি হিন্দু রক্ষা সমিতি দক্ষিণ ২৪ পরগনা জেলার পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় এবং এই মিছিলে ইউনূসের কুশ পুতুল দাহ করা হয় এবং ইউনুসের মূর্তিতে লাথি মেরে তারা প্রতিবাদ জানান।দক্ষিণ ২৪ পরগনা বাঙালি হিন্দু সমিতির পরিচালনায় বারুইপুর রেল ময়দান থেকে বারুইপুর SDO অফিস পর্যন্ত প্রতিবাদ মিছিল । বাংলাদেশে হিন্দুদের ওপর নির্মম অত্যাচারের বিরুদ্ধে এই মিছিল। SDO অফিসের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ 4 জনের প্রতিনিধি দল ডেপুটেশন জমা দেন। রাস্তায় ইউনুসের কুশ পুতুল দাহ করা হয় ।
দেখুন অন্য খবর