নদীয়া: সোনা পাচার (Gold Smuggling) চক্রের পাণ্ডা বিট্টু ধরা পড়তেই স্তম্ভিত নদীয়ার (Nadia) করিমপুরের বাসিন্দারা। বিট্টুর কাছ থেকে উদ্ধার হয়েছে অন্তত ১০ কোটি টাকার কাঁচা সোনা। করিমপুর থানা (Karimpur PS) এলাকার রামনগরের এই ঘটনায় স্তম্ভিত এলাকাবাসী। তাঁর কাছ থেকে কাঁচা সোনা ছাড়াও বাজেয়াপ্ত হয়েছে ১১ লক্ষ ৫০ হাজার টাকা।
স্থানীয় এক ব্যক্তি জানান, একটু গোবেচারা স্বভাবের ছিল ও। তবে ওর আচরণে কোনওদিন অস্বাভাবিকতা দেখিনি। তবে প্রায় রাত করে বাড়ি ফিরত। আর ভোরবেলা বেরিয়ে যেত। ও এত বড় চক্রের একটা অংশ ভেবেই ভয় লাগছে। গোপন সূত্রে খবর পেয়ে নদীয়ার একাধিক এলাকায় তল্লাশি চালায় বিএসএফ ও ডিআরআই। কৃষ্ণনগর-করিমপুর রাজ্যসড়কের সীমানগর এলা্কায় চার জায়গায় অভিযানে উদ্ধার হয় ১৬টি সোনার ইট। যার বাজারদর প্রায় সাত কোটি টাকা। পাচারের কাজে ব্যবহৃত চারটি গাড়িও ডিআরআই বাজেয়াপ্ত করেছে। রামনগর থেকে গ্রেফতার হয় বিট্টু মণ্ডল ও শাহীন মণ্ডল।
আরও পড়ুন: নির্বাচনী বন্ডের মাধ্যমে প্রাপ্ত অনুদান বাজেয়াপ্ত করার দাবি উঠল
আরও খবর দেখুন