কলকাতা: আরজি করের প্রতিবাদে (BJP Protest For RG Kar) শুক্রবার সকাল থেকে জেলায় জেলায় চাক্কা জ্যাম কর্মসূচীতে নেমেছে বিজেপির। সল্টলেকের করুণাময়ীতে বিজেপির চাক্কা জ্যাম (BJP Protest For RG Kar)। এদিন আরজি করের প্রতিবাদে ধর্মতলা চত্বরে বিজেপির কর্মীরা বিক্ষোভ দেখিয়ে পথ অবরোধে বসে। আসানসোলের জামুড়িয়ার চাঁদা মোড়ে জাতীয় সড়কের উপর বসে অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপির কর্মী সমর্থকেরা। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। এই ঘটনার ফলে ২ নম্বর জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ পৌঁছে বিজেপি কর্মী সমর্থক থেকে নেতৃত্বদের রাস্তা থেকে উঠিয়ে দিয়ে যান চলাচল সচল করে। আসানসোলের কোর্ট চত্বরে ঘড়ি মোড়ে চাক্কা জ্যাম কর্মসূচি পালন করে বিজেপির কর্মীরা। পশ্চিম বর্ধমানের নুনি মোড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধে বসেছে বিজেপির কর্মী। দাসপুরে ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়ক অবরোধ বিজেপির কর্মী-সমর্থকদের। সিউড়িতে ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ বিজেপি জেলা নেতৃত্বের।
দেখুন ভিডিও