কলকাতা: দেবাশীষ ধরকে (Former IPS Debasish Dhar) বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্য কমিটির সদস্য (BJP State Committee Member) নিযুক্ত করেলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukant Majumder)। প্রাক্তন পুলিশ কর্তা এবাবের নির্বাচনে টিকিট পেয়েও মনোনয়ন বাতিল হয়েছে। কিন্তু তাঁকে খালি হাতে ফেরালো না বিজেপি। বঙ্গ বিজেপির রাজ্য কমিটির সদস্য পদ দেওয়া হল দলের তরফে। প্রাক্তন পুলিশকর্তা দেবাশিস চাকরি ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁকে বিজেপি বীরভূম লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে। কিন্তু তাঁর মনোনয়নপত্রে নো ডিউজ সার্টিফিকেট না থাকায় নির্বাচন কমিশন তা বাতিল করে দেয়। তাকে চ্যালেঞ্জ করে দেবাশিস কলকাতা হাইকোর্টে ( Calcutta High Court) যান দ্রুত শুনানির আর্জি নিয়ে। একক বেঞ্চ সেই আর্জি ফিরিয়ে দিলে দেবাশিস প্রধান বিচারপতির ডিভিশন বে়ঞ্চের দ্বারস্থ হন। সেই বেঞ্চও দেবাশিসের আর্জি শুনতে চায়নি। অবশেষে তিনি সুপ্রিম কোর্টে যান। সুপ্রিম কোর্টে (Supreme Court) প্রাক্তন পুলিশকর্তা দেবাশিস ধরের মামলায় হস্তক্ষেপ করেনি। মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই মামলায় তাদের কিছু করার নেই। যা করার, করবে নির্বাচন কমিশন (Election Commission)।
অন্য খবর দেখুন