কলকাতা: লোকসভা ভোটের ফলাফলের ( Lok Sabha Election Result) নিরিখে তৃণমূল ১৯০টি বিধানসভা কেন্দ্রে (West Bengal Legislative Assembly) এগিয়ে রয়েছে। বিজেপি এগিয়ে রয়েছে ৯০টি বিধানসভা আসনে। উল্লেখযোগ্য ঘটনা হল, ২০২১ সালের বিধানসভা ভোটে একটি আসনও না পেলেও লোকসভা ভোটের ফলের ভিত্তিতে কংগ্রেস ১১টি এবং সিপিএম একটি বিধানসভা ক্ষেত্রে এগিয়ে আছে। এই পরিসংখ্যান সিপিএমের পক্ষে আশাপ্রদ না হলেও কংগ্রেসের কাছে অবশ্যই খুশির খবর।
২০১৯ সালের লোকসভা ভোটে শাসকদল ১৬৪, বিজেপি ১২১ এবং কংগ্রেস নটি বিধানসভা আসনে এগিয়ে ছিল। ২০২১ সালের বিধানসভা ভোটে তৃণমূল পায় ২১৩টি আসন, বিজেপি পায় ৭৭টি আসন। বাম এবং কংগ্রেস একটিও আসন পায়নি। এবারের লোকসভা ভোটের ফলাফলে দেখা যাচ্ছে, শাসকদল ১৯২টি বিধানসভা কেন্দ্রে এগিয়ে, বিজেপি এগিয়ে ৯০টিতে। কংগ্রেস ১১টিতে এবং সিপিএম একটিতে এগিয়ে আছে। গত বিধানসভা ভোটে সিপিএমের সঙ্গে জোট করে আইএসএফ একটি আসন পেয়েছিল। কিন্তু এই লোকসভা ভোটের নিরিখে আইএসএফ শূন্য হয়ে গিয়েছে।
আরও পড়ুন: ভোট পরবর্তী সন্ত্রাস বন্ধ করতেই হবে, নির্দেশ আদালতের
২০১৯ সালে লোকসভা ভোটে বিজেপি পেয়েছিল ১৮টি আসন। তৃণমূল পায় ২২টি। কংগ্রেসের দখলে ছিল দুটি আসন। এবার বিজেপির আসন কমে ১২ হয়েছে। তৃণমূল ২২ থেকে বেড়ে ২৯ হয়েছে। কিন্তু বিধানসভা ক্ষেত্র হিসেবে শাসকদলের সঙ্গে বিজেপির ব্যবধান কমে গিয়েছে।
অন্য খবর দেখুন