কলকাতা: ভাটপাড়া মেঘনা মিলে ঠিকাদারি করা নিয়ে তৃণমূল বিজেপির সংঘর্ষের ঘটনা ঘটল। তাতে হাতাহাতির ঘটনায় আক্রান্ত হলেন ব্যারাকপুর প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংহের ভাইপো সঞ্জয় সিং এবং প্রমোদ সিং গুড্ডু সিং সহ মোট ৬ জন। আক্রান্তদের অভিযোগ, বিগত বেশ কয়েক বছর ধরেই ভাটপাড়া মেঘনা জুট মিলে ঠিকাদারি করে আসেন সঞ্জয় সিং এবং প্রমথ সিং। কিন্তু বিগত বেশ কয়েকদিন ধরেই তাদেরকে ঠিকাদারি করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করে স্থানীয় জগদ্দল থানাতে। থানার তরফ থেকে আশ্বস্ত করা হয় সোমবার থেকে তারা আগের মতনই কাজ করবে মেঘনা জুট মিলে। কিন্তু সোমবার সকালেই যখন ঠিকাদারি শ্রমিকরা জুট মিলের ভিতরে যান কাজ করতে তখন সেই মুহূর্তে তাদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান ঠিকাদার সঞ্জয় সিং এবং প্রমথ সিং। মিলগেটে ঢুকতেই আচমকাই তাদের উপরে অতর্কিত হামলা চালায় স্থানীয় তৃণমূল নেতা সৌরভ সিং এবং তার অনুগামীরা। ঘটনাটি ঘিরে উত্তেজনা ছড়িয়েছে গোটা জগদ্দল এলাকাতে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
আরও পড়ুন: নির্মলা সীতারামনের বিরুদ্ধে তদন্তের নির্দেশে স্থগিতাদেশ কর্নাটক হাইকোর্টের
আরও খবর দেখুন