বসিরহাট: সন্দেশখালিতে (Sandeshkhali) বিজেপি নেত্রীকে কটূক্তি, অশ্লীল ভাষায় গালিগালাজ ঘিরে রাজনৈতিক চাঞ্চল্য। বসিরহাট (Bashirhat) লোকসভার (Loksabha) বিজেপি (Bjp) কনভেনারসহ সহ চারজন বিরুদ্ধে সন্দেশখালি থানায় অভিযোগ দায়ের। একজনকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনার তদন্তে নেমে অর্ণব পাত্র নামক এক বিজেপির সক্রিয় কর্মীকে শুক্রবার ভোররাতে গ্রেফতার করে সন্দেশখালি থানার পুলিশ। তার বাড়ি সন্দেশখালির পাত্র পাড়া গ্রামে। ধৃতকে শুক্রবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। জানা গেছে, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে উঠেছে। তার পর থেকেই এই ধরনের কর্মকাণ্ডের সূত্রপাত। লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালিতে ভোটপ্রচারে সন্দেশখালির ‘প্রতিবাদী মহিলাদের কাজে লাগিয়েছিল গেরুয়া শিবির। কিন্তু ভোট মিটে যেতেই দলের নেতাদের একের পর এক কীর্তি প্রকাশ্যে আসছে। এতে একপ্রকার মুখ থুবড়ে পড়ছে বিজেপির সংগঠন।
আরও পড়ুন: রেপো রেট অপরিবর্তিত, কমছে না সুদের হার, জানাল আরবিআই
এবার বিজেপি নেত্রীকে প্রকাশ্যে কটূক্তি ও অশ্লীল গালিগালাজ করার অভিযোগ উঠল দলেরই বর্ষীয়ান নেতা ও তার দলবলের বিরুদ্ধে। সমস্ত বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেত্রী। অসহায় অবস্থায় পুলিশের কাছে ‘জাস্টিস’ চাইছেন বিজেপি নেত্রী পিয়ালি দাস ওরফে মাম্পি। তবে, রাজনীতির কারবারিরা অবশ্য বলছেন ভোট মিটে যেতেই বিজেপির আসল ‘রূপ’ প্রকাশ্যে আসছে!
ঘটনার সূত্রপাত বুধবার দুপুরে। এদিন দুপুরে স্বামী ও পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি ফিরছিলেন সন্দেশখালির প্রতিবাদী তথা বিজেপির নেত্রী মাম্পি। জেটিঘাট এলাকায় তখন দাঁড়িয়েছিলেন বসিরহাট লোকসভার বিজেপির কনভেনর বিকাশ সিং সহ তার অনুগামীরা।
অভিযোগ, জেটিঘাটের কাছেই তারা মাম্পিকে কটূক্তি করতে থাকেন। অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয় বলেও অভিযোগ। পরিবারের মতে, এই ধরনের কথাবার্তা একপ্রকার শ্লীলতাহানির সমান। এরপর বাড়িতে ফিরে মানসিকভাবে ভেঙে পড়েন মাম্পি। সরাসরি তিনি সন্দেশখালি থানায় বিকাশ সিং সহ তার অনুগামী চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
মাম্পি বলেন, বিকাশ সিংদের দুর্নীতি ধরে ফেলায় আমার ওপর ওদের এত আক্রোশ। এদিন সবার সামনে আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। এতে শুধু আমি নই, আমার সঙ্গে থাকা স্বামী ও পরিবারের সদস্যরাও চূড়ান্তভাবে অপমানিত হয়েছেন। আমি থানার দ্বারস্থ হয়েছি।
এখন এর জাস্টিস চাইছি। সমস্ত অভিযোগ উড়িয়ে বিকাশ বলেন, ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য আমাদের নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে। গোটা বিষয়টি দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে জানিয়েছি। বিজেপির এই ঘরোয়া দ্বন্দ্বকে কটাক্ষ করেছে তৃণমূল।
সন্দেশখালির তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপি মহিলাদের সম্মান করে বলে লোকসভার আগে দামামা বাজিয়েছিল। কিন্তু ওদের আসল রূপ মানুষ দেখতে পাচ্ছে।
দলের নেত্রীই দলের নেতাদের দ্বারা আক্রান্ত। এর থেকে আর লজ্জার কী হতে পারে? এদের মুখে মহিলাদের সম্মানের কথা অন্তত মানায় না।
উল্লেখ্য, লোকসভা ভোটে প্রার্থী নিয়ে ভোটের আগে আড়াআড়ি ভাঙন ধরে পদ্মশিবিরে। একদিকে বিজেপির লোকসভার কনভেনর বিকাশ সিং, অন্যদিকে প্রার্থী রেখা পাত্র। সেই দ্বন্দ্বের ইতি এখনও পড়েনি। ফলত, সেখানে গেরুয়া সংগঠন গোষ্ঠীদ্বন্দ্বে চুরচুর!
দেখুন অন্য খবর: