বাঁকুড়া: মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে খুন করার অভিযোগে এবার গ্রেফতার হলেন বিজেপির মন্ডল সহ-সভাপতি। কালীপুজোর চাঁদা নিয়ে বচসা থেকেই এই ঘটনার সূত্রপাত হয়েছিল বলে খবর। সেই থেকেই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধোর ও বিষ খাইয়ে তালাবন্দি করে আটকে রাখার অভিযোগ সামনে এসেছিল। পরে হাসপাতালে ওই যুবকের মৃত্যু হলে ঘটনার জল বহুদুর গড়ায়। বাঁকুড়ার জয়পুর ব্লকের বালিডোবা গ্রামের ঘটনা। শেষমেশ ঘটনার মূল অভিযুক্ত বিজেপি মন্ডল সহ সভাপতি বিকাশ দে সহ মোট চারজনকে গ্রেফতার করল জয়পুর থানার পুলিশ। শুক্রবার তিন অভিযুক্তকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়। তবে বিজেপি নেতা গ্রেফতারের ঘটনায় শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা।
আরও পড়ুন: এই স্কুলের পড়ুয়ারা প্যাঁচা, হেড স্যারের কথাও শোনে
গত ৫ নভেম্বর কালী পুজোর চাঁদা সংক্রান্ত বিষয় নিয়ে বাঁকুড়ার জয়পুর ব্লকের বালিডোবা গ্রামের বাসিন্দা মানসিক ভারসাম্যহীন রাজ কুমার কুন্ডুকে বিজেপির কোতুলপুর ৪ নম্বর মন্ডলের সহ সভাপতি বিকাশ দে বেধড়ক মারধর করে। পরে তারই চার সাগরেদকে নিয়ে ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে একটি ঘরে তালা বন্ধ করে রেখে দেয়। পরিবারের অভিযোগ তখন তাঁকে বিষ খাইয়ে দেওয়া হয়েছিল। পরে তাঁকে অসুস্থ অবস্থায় ঘর থেকে বের করে হাসপাতালে ভর্তি করলে ৭ নভেম্বর তাঁর মৃত্যু হয়। এরপর পরিবারের পক্ষ থেকে জয়পুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে ওই দিনই দিলীপ দে নামের এক অভিযুক্তকে গ্রেফতার করেছিল জয়পুর থানার পুলিশ। তারপর থেকে অনেকদিন কেটে যায়। অবশেষে মূল অভিযুক্ত বিজেপি নেতা বিকাশ দে সহ তার আরও দুই সাগরেদ বলরাম কুন্ডু, প্রদীপ কুন্ডুকে গত রাতে গ্রেফতার করে জয়পুর থানার পুলিশ। অর্থাৎ এই ঘটনায় মোট গ্রেফতারের সংখ্যা চার।
দেখুন আরও খবর: