Placeholder canvas
HomeScrollবিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার

বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার

দোষীদের গ্রেফতারের দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ

বাঁকুড়া: সাত সকালে বিজেপি নেতার দেহ (BJP leader death) উদ্ধার বাঁকুড়ায়। বুধবার সকালে বাড়ির অদূরেই একটি গাছ থেকে ওই নেতার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গঙ্গাজলঘাটি থানার নিধিরামপুর গ্রামে। দিপু মিশ্র নামের এক বিজেপি নেতার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এটা আত্মহত্যা নয়, শুভদীপ মিশ্র ওরফে দীপুকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। দোষীদের গ্রেফতারের দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভে দেখায় এলাকার বাসিন্দারা। পরকিয়ার জেরে এই ঘটনা নাকি এর পিছনে রয়েছে কোনও রাজনৈতিক কারণ তা খতিয়ে দেখছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, শুভদীপ মিশ্র ওরফে দীপু এলাকায় বিজেপি নেতা হিসাবে পরিচিত ছিলেন। গত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে দলের হয়ে প্রার্থীও ছিলেন দীপু। স্থানীয় সূত্রে খবর দিন সাতেক আগে হঠাৎই বাড়ি ছেড়ে অন্যত্র থাকতে শুরু করেন শুভদীপ। মঙ্গলবার তিনি বাড়িতে ফিরেছিলেন। এদিন সকালে বাড়ির অদূরে গ্রামের প্রাথমিক বিদ্যালয় চত্বরে একটি গাছে গলায় দড়ির ফাঁস লাগানো ও ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। ঝুলন্ত মৃতদেহের দুটি হাত দেহের সঙ্গে গামছা দিয়ে বাঁধা অবস্থায় থাকায় সন্দেহ তীব্র হয় এলাকার মানুষের। এলাকাবাসী ও মৃতের পরিবারের দাবি, প্রতিবেশী এক বিবাহিতা মহিলার সঙ্গে দীপুর সম্পর্ক ছিল। মহিলার পরিবারের তরফে দীপুকে খুনের হুমকিও দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: মহুয়া মৈত্রর বিরুদ্ধে বাড়িতে অনুপ্রবেশের অভিযোগ আইনজীবীর

পরিবারের দাবি, মহিলার পরিবারের তরফেই দীপুকে খুন করা হয়ে থাকতে পারে। ঘটনার খবর পেতেই এলাকায় ছুটে যান শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরী। তাঁর দাবী এর পিছনে রাজনৈতিক কারনও থেকে থাকতে পারে। তৃণমূল রাজনৈতিক কারণের অভিযোগ উড়িয়ে দিয়েছে। তৃণমূলের দাবি, এই ঘটনা নিছকই আত্মহত্যা। গোটা ঘটনার প্রকৃত তদন্তের দাবীতে পুলিশকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। মৃতদেহ উদ্ধারেও বাধা দেওয়া হয়। পুলিশ পরকিয়ায় যুক্ত মহিলাকে আটক করলে পুলিশের গাড়িতেও হামলা চালায় স্থানীয়রা।

আরও অন্য খবর দেখুন

Sananda Jewellers | সানন্দা জুয়েলার্সের ধনতেরাস অফার, সোনার অলঙ্কারের উপর বিশেষ ছাড়

RELATED ARTICLES

Most Popular

Recent Comments