সৈয়দ মফিজুল হোদা, বাঁকুড়া (ইন্দাস): ‘ওদের শুধরে যাওয়ার জন্য বলা হয়েছে, যদি না হয় যেটা ঔষধ সেটাই ট্রিটমেন্ট করা হবে’, বাংলাদেশ (Bangladesh) প্রসঙ্গে বিস্ফোরক বাঁকুড়ার (Bakura) ওন্দা (Onda) বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা (Bjp MLA Amarnath Shakha) ।
বাঁকুড়া জেলার ইন্দাসে বিজেপির একটি দলীয় কর্মসূচিতে অংশ নেন ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক তথা বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অমরনাথ শাখা।
আরও পড়ুন: ‘এক দেশ, এক ভোট’, মিলল কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন
সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশ প্রসঙ্গে বিস্ফোরক দাবি করলেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলাদেশকে শুধরে যাওয়ার জন্য বলা হয়েছে, যদি না হয় যে ওষুধ সেটাই ট্রিটমেন্ট করা হবে। অন্যদিকে বাংলাদেশের প্রাক্তন সেনা কর্মীরা হুমকি দিয়েছিলেন কলকাতা দখলের। সে প্রসঙ্গে অমরনাথ শাখা জানান , আমরা বাংলাদেশকে জন্ম দিয়েছি আর ওরা যদি বলে ভারতবর্ষ দখল করব এটা হাস্যকর ব্যাপার ।
দেখুন অন্য খবর: