বাঁকুড়া: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য বিজেপি (BJP) বিধায়কের বিরুদ্ধে। থানায় এফআইআর তৃণমূলের (TMC)। কোনও অন্যায় করিনি, প্রতিক্রিয়া বিজেপি বিধায়কের।
একের পর এক বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন বাঁকুড়ার ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। ফের বিতর্ক সমালোচনার মুখে পদ্ম বিধায়ক অমরনাথ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে শিরোনামে তিনি। মঙ্গলবার সকালে বাঁকুড়ার ওন্দার চৌমাথা মোড়ে দলের কর্মসূচির মঞ্চে প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নানান অশালীন ও কুরুচিকর ভাষায় আক্রমন করেন তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে নানান আপত্তিকর কথা বলায় বিজেপি বিধায়কের বিরুদ্ধে থানায় দ্বারস্থ হল তৃণমূল। বুধবার রাতে ওন্দা থানায় বিজেপি বিধায়ক অমর নাথ শাখার বিরুদ্ধে এফ আই আর দায়ের করল ওন্দা ব্লক তৃণমূল নেতৃত্ব। ওন্দা ব্লক তৃণমূলের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় ও দলীয় নেতাদের বিরুদ্ধে নানান অশালীন কথা বলেছেন বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুরুচিকর কথা বলেছেন তাই আমরা বিধায়কের বিরুদ্ধে যাতে আইনি ব্যবস্থা নেওয়া হয় তাই থানার দ্বারস্থ হয়েছি। বিজেপি বিধায়কের অবশ্য প্রতিক্রিয়া, তিনি কোনও অন্যায় করেননি। আইন আইনের পথে চলবে।
আরও পড়ুন: কলকাতায় শিশু সহ মহিলাকে খুন
আরও খবর দেখুন