কলকাতা: রাজ্যে ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) খতিয়ে দেখতে কমিটি গঠন করল বিজেপি (BJP)। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সাংসদ বিপ্লব দেবকে আহ্বায়ক করে চার জন সাংসদের ওই কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন বিজেপির সিনিয়র নেতা রবিশঙ্কর প্রসাদ। তারা পশ্চিমবঙ্গে এসে ওই অভিযোগের সারবত্তা খতিয়ে দেখবে।
বিজেপির পক্ষ থেকে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, সদ্য ২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্রীয় শাসিত অঞ্চলে লোকসভা ভোট সম্পন্ন হয়েছে। একইসঙ্গে বিধানসভা নির্বাচনে দুটি রাজ্যে ক্ষমতার বদল হয়েছে। সব শান্তিপূর্ণভাবে ঘটেছে। কোথাও রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেনি। এর মধ্যে একমাত্র ব্যতিক্রম পশ্চিমবঙ্গ। সেখানে ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠছে। যেভাবে ২০২১ বিধানসভা নির্বাচনের পর অভিযোগ উঠেছিল।
আরও পড়ুন: ম্যানগ্রোভ লাগানোর পরিবর্তে ডাল পোঁতার অভিযোগ সুন্দরবনে
বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। তাঁর দলের অপরাধীরা বিরোধীদের উপর আক্রমণ করছে, ভোটারদের উপর আক্রমণ করছে। কলকাতা হাইকোর্টেও বিষয়টি জানানো হয়েছে। ২১ জুন পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। এই প্রেক্ষিতে বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে।
আরও খবর দেখুন