কলকাতা: রাজ্য বিজেপির (BJP) পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় (Social Media) করা একটি পোস্ট ঘিরে শোরগোল পড়েছে শনিবার। সেখানে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে হাত মেলাচ্ছেন বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা। যেসব রাষ্ট্রপ্রধানরা হাত মেলাচ্ছেন ঘটনাচক্রে তাঁরা ক্ষমতাচ্যুত হয়েছেন। কিন্তু, তাঁদের মধ্যে একটি ছবি রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানেই পোস্টের উপরে লেখা এবার কে? রাজনীতির কারবারিদের মতে এটা বুঝতে কারও অসুবিধা হচ্ছে না যে বিজেপি বুঝিয়ে দিতে চাইছে, এবার ক্ষমতা হারাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, আরজি কর কাণ্ডে রাজ্যজুড়ে প্রতিবাদ চলছে সমাজের সর্বস্তর থেকে। সেই প্রতিবাদে কোথাও কোথাও দোষীর শাস্তির দাবিতে সামিল হচ্ছেন তৃণমূলের নেতারাও। কিন্তু, এই প্রেক্ষিতে বিজেপি এই পোস্ট করে তৃণমূলকে খোঁচা দিতে চাইল বলে মনে করা হচ্ছে।
কিন্তু, আসলে কি হল? মোদির সঙ্গে যেই হাত মিলিয়েছে, সেই গদি হারিয়েছে, সময়ে সময়ে। তাহলে তো মোদিই অপয়া, নেটিজেনরা তো তাই বলছে। এই পোস্ট করে বঙ্গ বিজেপিই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হতে শুরু করেছে। তৃণমূল শিবির সহ অনেকেই বলতে শুরু করেছেন, এটা তো বিজেপির আত্মঘাতী পোস্ট। ছবিতে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সদ্য তিনি বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনের জেরে ক্ষমতাচ্যুত হয়েছেন। ছবিতে রয়েছেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনক। তিনিও গদি হারিয়েছেন। ছবিতে আছেন ডোনাল্ড ট্রাম্প। তিনিও হেরেছেন। তাঁর পরে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন জো বাইডেন। এছাড়া আরও দুই রাষ্ট্রনেতার ছবি রয়েছে। তবে এই বিষয়ে শনিবার রাত পর্যন্ত মুখ খোলা হয়নি তৃণমূল ও বিজেপির পক্ষ থেকে।
আরও পড়ুন: সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ভর্ৎসনা কপিল সিব্বলকে
আরও খবর দেখুন