নয়াদিল্লি: মহারাষ্ট্রে (Maharashtra) এনসিপি (NCP) নেতা তথা উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে (Ajit Pawar) কালো পতাকা দেখাল বিজেপি (BJP)। যে ঘটনায় প্রশ্ন উঠতে শুরুছে সেখানে এনডিএতে (NDA) ভাঙন কি সময়ের অপেক্ষা? লোকসভা ভোটের পর থেকেই অসন্তোষ শুরু হয়েছিল। রবিবার পুণের জুন্নার এলাকায় অজিতের জন সম্মান যাত্রায় কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখালেন বিজেপির নেতাকর্মীরা। এই বিষয়ে সোমবার বিজেপি নেতা তথা আরেক উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীশের কাছে কৈফিয়ত চেয়েছে এনসিপি। বিজেপির ওই বিক্ষোভে জেলাস্তরের নেতারা হাজির ছিলেন বলে অভিযোগ।
আরএসএসের অভিযোগ, অজিতের অন্তর্ভুক্তির ফলে বিজেপির পুরনো কর্মীরা ক্ষুব্ধ হন। তার উপরে লোকসভায় এনডিএ জোটের খারাপ ফলের পর থেকেই অসন্তোষ তৈরি হয়েছে। মহারাষ্ট্র বিধানসভায় বিধায়কের সংখ্যা ২৮৮। বিজেপির ১০৩ জন ও শিন্ডেসেনার ৩৮ জন বিধায়ক রয়েছেন। তাছাড়া অন্যান্য কয়েকজন বিধায়কের সমর্থনও রয়েছে সরকারের সঙ্গে। ফলে অজিতের ৪০ জন বিধায়ককে বাদ দিলেও সংখ্যাগরিষ্ঠতা হারাবে না এনডিএ সরকার। তাতেই প্রশ্ন উঠতে শুরু করছে, তবে কী এবার অজিতের থেকে দূরত্ব বাড়ানো শুরু হল? ২০২৩ সালে জুলাই মাসে এনসিপি নেতা শরদ পাওয়ারের সঙ্গে ছেড়ে একনাথ শিন্ডের শিবসেনা ও বিজেপি শিবিরে যোগ দেন অজিত।
আরও পড়ুন: ক্লিনিকের মধ্যে ডাক্তারের বিরুদ্ধে নার্সকে ধর্ষণের অভিযোগ
আরও খবর দেখুন