কলকাতা: বিপুল মাদক (Drug) সহ এক বিজেপির পঞ্চায়েত সদস্য (Panchayat Member) ধরা পড়েছে পুলিশের (Police) হাতে। ওই বিজেপি কর্মীকে ছবিতে কখনও দেখা গিয়েছে শুভেন্দু অধিকারী, কখনও সুকান্ত মজুমদার, কখনও দিলীপ ঘোষের সঙ্গে। এবার তৃণমূল সরকারের মন্ত্রী মলয় ঘটক (Malay Ghatak) তা নিয়ে বিজেপিকে বিঁধলেন। তিনি সোশ্যাল মিডিয়ায় (Social Media) বিজেপি নেতাদের সঙ্গে ওই অভিযুক্তের ছবি পোস্ট করেছেন।
তিনি লিখেছেন, বিজেপি নেতাদের অপরাধের ইতিহাস। খুন, ধর্ষণ, মাদক কারবার। সাঁকরাইলের এক বিজেপির পঞ্চায়েত সদস্য ৪২ কেজি মারিজুয়ানা সহ পুলিশের কাছে ধরা পড়েছে। তিনি প্রশ্ন ছুড়েছেন, এই ঘটনায় বিজেপির সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা কি ব্যাখ্যা দেবেন তাঁদের পার্টি মাদক কারবারের অপরাধীকে কেন আড়াল করতে চাইছে?
আরও পড়ুন: জেলাপরিষদের সরকারি সম্পত্তি ভাঙার অভিযোগ উঠল গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে
এর আগেও রাজনৈতিক নেতাদের সঙ্গে মাফিয়াদের ছবি দেখা যাওয়ায় রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। সেই কাঁটা বিদ্ধ হয়েছেন অনেকেই। এমনকী বাদ যাননি স্বচ্ছ ভাবমূর্তির প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যও। তবে এক্ষেত্রে রাজনৈতিক নেতাদের যুক্তি একসঙ্গে ছবি দেখা গেলেই তিনি ঘনিষ্ঠ একথা বলার মানে হয় না। কারণ রাজনৈতিক নেতাদের জনসমক্ষে বিভিন্ন জায়গায় যেতে হয়। সেখানে পাশে কেউ দাঁড়িয়ে ছবি তুলতেই পারেন। তবে মলয় ঘটকের এই পোস্ট নিয়ে রবিবার দুপুর পর্যন্ত বিজেপির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও খবর দেখুন