মালদহ: আরজি করে (RG Kar Hospital) মহিলা ডাক্তারকে (Doctor) ধর্ষণ করে হত্যার ঘটনায় রাজ্যজুড়ে বিজেপি (BJP) সব জেলার জেলাশাসকের অফিস ঘেরাও করার ডাক দেয়। মালদহেও জেলাশাসকের অফিস সোমবার দুপুরে ঘেরাও করল বিজেপি। বিজেপির মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্ম্মুর নেতৃত্বে বিজেপির তিন বিধায়ক সহ একটি বিশাল মিছিল শহর পরিক্রমা করে জেলাশাসকের দফতরের সামনের রাস্তাতে এলে পুলিশ তা আটকে দেয়। জেলাশাসকের অফিসের তিন দিকের লোহার গেট লোহার শিকল দিয়ে তালা মেরে বন্ধ করে রাখে পুলিশ। খগেন মুর্ম্মু সহ বিজেপি নেতৃত্ব রাস্তাতে বসেই বিক্ষোভ দেখাতে থাকেন। এই বিক্ষোভকে ঘিরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় জেলাশাসকের অফিস চত্বরে। কোচবিহারে বিজেপির এই কর্মসূচি ঘিরে তুলকালাম হয়। বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে আনতে পুলিশকে জল কামান ব্যবহার করতে হয়।
উল্লেখ্য, আরজি কর কাণ্ডে প্রতিদিনই রাজ্যে কোথাও না কোথাও দোষীদের শাস্তির দাবিতে নাগরিক মিছিল হচ্ছে। প্রতিবাদ মিছিল করছে রাজ্যের বিরোধী দলগুলিও। অনেক জায়গাতে শাসক তৃণমূলও মিছিল, সমাবেশ করেছে। আরজি কর হাসপাতালের তরুণী ডাক্তারকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে পথে রবিবার পথে নামে রামকৃষ্ণ মিশন। মৌন মিছিলে গোলপার্ক থেকে রামকৃষ্ণ মিশন পর্যন্ত হাঁটেন প্রাক্তনীরা।
আরও পড়ুন: আরজি কর কাণ্ডে প্রশাসনের ভূমিকায় প্রশ্ন কুণালের
আরও খবর দেখুন