কলকাতা: আরজি করে হামলার প্রতিবাদে শুক্রবার ২ ঘণ্টার পথ অবরোধের ঘোষণা করলেন বঙ্গ বিজেপি। আরজি কর মেডিক্যালে তাণ্ডব, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলনে বিজেপি। সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী, সরকারি কর্মচারীদের ২ ঘণ্টা সবকিছু বন্ধ রাখার আবেদন জানিয়েছেম বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।
আরও পড়ুন: আরজি করে হামলা, প্রতিবাদে ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক
আরজি কর কাণ্ডের প্রতিবাদেই পথে নেমেছিল সাধারণ মানুষ। মহিলারা রাত দখলের ডাক দিয়েছিলেন। শুধু কলকাতা নয় রাজ্যের বিভিন্ন জেলায় আরজি কর হাসপাতালে দুষ্কৃতীদের হামলা। হাসপাতালের এমার্জেন্সি, সিসিইউ, ওষুধের স্টোররুম ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। এই ঘটনার প্রতিবাদ ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে শুক্রবার আন্দোলনে নামছে বিজেপি। শুক্রবার দুপুর ২টো থেকে ৪টে পর্যন্ত রাজ্যজুড়ে প্রতীকী অবরোধ, কর্মবিরতির ডাক বিজেপির। বিকেলে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত মোমবাতি মিছিল করবে মহিলা মোর্চা, ঘোষণা সুকান্ত মজুমদারের। অন্যদিকে, আরজি কর হাসপাতাল চত্বরে সকাল থেকে অবস্থান বিক্ষোভে বসবেন সুকান্ত মজুমদার সহ বিজেপির অন্যান্য শীর্ষ নেতৃত্ব।
দেখুন ভিডিও