মুর্শিদাবাদ: সোমবার মুর্শিদাবাদ জেলার সাগরপাড়ায় বোমা বিস্ফোরণে মৃত্যু হয় তিনজনের। সূত্রের খবর, বোমা বাঁধতে গিয়েই মৃত্যু হয় ওই তিন ব্যক্তির। তারপরই ঘটনার তদন্তে নামে পুলিশ। এরপর বুধবার সাগরপাড়ায় বিস্ফোরণস্থলে আসে ফরেনসিক টিম। ফরেনসিক টিমের তিন সদস্যর সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে গিয়েছেন ডোমকল এসডিপিও এবং সিআই। কী কারণে এই বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখতে বিস্ফোরণের ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন ফরেনসিক টিম।
আরও পড়ুন: রাজ্যসভায় তৃণমূল প্রার্থীর জয়লাভ এখন শুধুই সময়ের অপেক্ষা!
প্রসঙ্গত, রবিবার রাতে ঘটে এই বিস্ফোরণের ঘটনা। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, বোমা বাঁধতে গিয়ে এই ঘটনা ঘটে থাকতে পারে। কারণ, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাড়ির ছাদ উড়ে গিয়েছে এবং বাড়িটির একাংশ ভেঙে পড়েছে। ঘটনায় মৃত্যু হয়ছে মামুন মোল্লা, সাকিরুল সরকার এবং মুস্তাকিন শেখ নামে তিন ব্যক্তির। একদিকে বাংলাদেশিদের অনুপ্রবেশের আশঙ্কা, অন্যদিকে বিস্ফোরণের ঘটনা, সব মিলিয়ে এই ডোমকলের এই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। কী কারণে বোমা বাঁধার কাজ হচ্ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ এবং ফরেনসিক টিম।
দেখুন আরও খবর: