পানাগড়: সাতসকালে জাতীয় সড়ক (National Highway) অবরোধ। রাস্তার বেহাল দশা ফেরাতে মঙ্গলবার সকাল ৮ টায় পানাগড় (panagarh) থেকে কলকাতাগামী (Kolkata) জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, রাস্তার মাঝেই রয়েছে সিমেন্টের ব্যারিকেড। কোথাও নিকাশি নালার মুখ খোলা। যার জেরে নিত্যদিন দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। জাতীয় সড়ক কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনও সুরাহা মিলছে না। রাস্তায় বেহাল দশার কারণে সম্প্রতি এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোররাতেও সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিন মোটরসাইকেল আরোহী। এবার বেহাল রাস্তার প্রতিবাদে অবরোধে নামেন স্থানীয়রা। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
দেখুন আরও খবর: