skip to content
Sunday, February 9, 2025
HomeScrollবিহারে গঙ্গায় নৌকাডুবি, মৃত ৩, নিখোঁজ আরও
Bihar Katihar Incident

বিহারে গঙ্গায় নৌকাডুবি, মৃত ৩, নিখোঁজ আরও

নৌকাটিতে ১৭ জন যাত্রী ছিলেন, উদ্ধার ১০

Follow Us :

বিহার: বিহারের (Bihar) কাটিহারের (katihar) গঙ্গায় (Ganga) উলটে গেল নৌকা(capsized) এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। চারজন যাত্রীর খোঁজ পাওয়া যাচ্ছে না। নৌকাটিতে ১৭ জন যাত্রী ছিলেন। রবিবার সকালে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে খবর, আমদাবাদের গোলাঘাটের কাছে ১৭ জনকে নিয়ে উলটে যায় নৌকাটি। এখনও পর্যন্ত ১০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনজনের মৃত্যু হয়েছে। এখনও চারজন নিখোঁজ। বহু যাত্রীই সাঁতরে এসে নিজেদের প্রাণ বাঁচান। উদ্ধারকাজ জারি আছে।

আরও পড়ুন: মহাকুম্ভে আগুন !

জেলাশাসক মানেশ কুমার মীনা জানিয়েছেন, কিভাবে এই নৌকাডুবির ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও দুজনের পরিচয় জানা সম্ভব হয়েছে। এদের মধ্যে একজন হলেন পবন কুমার (৬০) ও অপরজন সুধীর মণ্ডল (৭০)। অপর ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।

অন্যদিকে অপর একটি ঘটনায় ঘটনা রবিবার ভোরের দিকে গাজিয়ায়াবাদে (Ghaziabad) আগুনে (Fire Broke) পুড়ে মৃত্যু হয়েছে এক ৩২ বছর মহিলা ও তার দুই সন্তান সহ চার জনের।

শর্ট সার্কিট (Short Circuit) থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা বলে জানা গেছে। ঘটনার সময় সকলেই ঘুমোচ্ছিলেন। ঘুমের মধ্যেই মারা যায় সকলে। মৃতদের মধ্যে রয়েছেন গুলবাহার (৩২) (Gulbahara) ও তার দুই শিশু পুত্র। তাদের এক আত্মীয়ের ছেলেও মারা গেছে। তবে গুলবাহারের স্বামী শাহনওয়াজকে (Shahnawaz) জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

 

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular