বাঁকুড়া: দফায় দফায় বৃষ্টি। আর বৃষ্টির (Rain) জমা জলে জল থৈ থৈ বিষ্ণুপুর মর্গ। আর সেই জলে মর্গের ভিতরে ভাসছে দেহ। এমন চরম অব্যবস্থার ছবি সামাজিক মাধ্যমে ভাইর্যাল। ঘটনা বিষ্ণুপুর (Bishnupur) মর্গের। জলের মধ্যে মৃতদেহ হাতড়ে বাইরে নিয়ে এসে সেলাই করতে হয়েছে দাবি মর্গের কর্মীর। নিকাশি নেই তাই অবস্থা হয়েছে। নতুন মর্গের জন্য একাধিকবার সংশ্লিষ্ট দফতরকে জানানো হয়েছে বলে দাবি সুপারের।
রবিবার থেকে দফায় দফায় বৃষ্টি। আর সেই বৃষ্টির জমা জলে জল থৈ থৈ বিষ্ণুপুর মর্গ। আর সেই জল থৈ থৈ জলে ভাসছে দেহ। এমন চরম অব্যস্থার ছবি সামাজিক মাধ্যমে ভাইর্যাল। বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গের এই ছবি প্রমাণ করছে কতটা অব্যবস্থা। ঝাঁ চকচকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতাল। তার বাইরে এক কোণে ঝোপ ঘেরা ভাঙাচোরা ছোট্ট একটা ঘর এখন বিষ্ণুপুর মহকুমার একমাত্র মর্গের চেহারা। বৃষ্টির জেরে নিকাশি ব্যবস্থা না থাকার কারণে জমা জলে ভর্তি হয়ে যায় মর্গ। আর সেই জলে ভাসতে থাকে মর্গে আসা দেহ। এই ছবি এখন সামাজিক মাধ্যমে ভাইর্যাল। মর্গের ডোম কর্মীর দাবি, দীর্ঘ ৮ বছর ধরে এই সমস্যা হচ্ছে। জল জমে যাচ্ছে। আর সেই জলের মধ্যে কাজ করতে হচ্ছে। সোমবার মর্গের জমা জলে ভেসে যায় দুটি কাটা দেহ। সেগুলি আবার জল থেকে তুলে বাইরে নিয়ে এসে ভ্যানের মধ্যে সেলাই করা হয়। মর্গের মধ্যে থাকা কিছু নমুনাও জলে ভেসে যায় বলে দাবিও করেন তিনি। এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি নিকাশি না থাকার কারণে এই অবস্থা। নতুন মর্গের বিষয়ে রোগী কল্যাণ সমিতির মিটিংয়ে আলোচনাও হয়েছে। নতুন করে মর্গ তৈরি করার আবেদনও জানানো হয়েছে সংশ্লিষ্ট দফতরকে।
আরও পড়ুন: নবান্ন অভিযানের আগে নাকা চেকিংয়ে আগ্নেয়াস্ত্র সহ গাড়ি আটক
আরও খবর দেখুন