কলকাতা: পাঁচ দিন ধরে নিখোঁজ থাকার পর শনিবার দুপুরে কামারহাটির (Kamarhati) এক পুকুর (Pond) থেকে উদ্ধার হল আট বছর বয়সি এক শিশুর (Child) দেহ (Body)। স্থানীয়রা জানান, শিশুটির হাত-পা বাঁধা ছিল, মুখে কাপড় গোঁজা ছিল। পুলিশের গাফিলতির প্রতিবাদে এলাকার বাসিন্দারা বিটি রোড দীর্ঘক্ষণ অবরোধ করে রাখেন। অবরোধ তুলতে এসে পুলিশ জনতার বিক্ষোভের মুখে পড়ে। পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি চলে। পরে এলাকায় বিশাল পুলিশ বাহিনী নামানো হয়।
পরিবারের লোক এবং স্থানীয়দের দাবি, গত ৩০ জানুয়ারি শিশুটি নিখোঁজ হওয়ার পরেই পুলিশকে সব জানানো হয়েছিল। কিন্তু পুলিশ তাকে খোঁজার ব্যাপারে কোনও গা করেনি। তাঁদের আরও দাবি, ঠিক সময়ে তদন্তে নামলে শিশুটির এই পরিণতি হত না।
অত্যন্ত নিরীহ পরিবারের সন্তান ছিল শিশুটি। স্থানীয় সূত্রের খবর, তার বাবা রিকশা চালান। অভাবের সংসার চালাতে বেগ পেতে হত। কোনও রাজনৈতিক দলের সঙ্গেও যোগাযোগ ছিল না পরিবারের। কারও সঙ্গে শত্রুতাও ছিল না। স্থানীয়দের অনুমান, খুন করে দেহ পুকুরে ফেলে দেওয়া হয়েছে। পুলিশ তদন্ত শুরু করলেও কোনও ক্লু খুঁজে পায়নি।
আরও পড়ুন: হেমন্ত সোরেনের আবেদনের পাঁচ ফেব্রুয়ারি শুনানি ঝাড়খণ্ড হাইকোর্টে
আরও খবর দেখুন