শিলিগুড়ি: একুশে জুলাই (21 July) ধর্মতলায় সভায় যোগ দিতে আসা এক তৃণমূল (TMC) কর্মীর দেহ উদ্ধার হল সমুদ্র সৈকত (Beach) থেকে। যাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত রঞ্জিত মণ্ডল শিলিগুড়ির ভক্তিনগরের বাসিন্দা। তিনি শ্রমিক সংগঠনের কর্মী ছিলেন। রবিবার বিকেলে সমুদ্র সৈকতে কর্তব্যরত সিভিল ডিফেন্স কর্মীরা প্রথমে অচেতন অবস্থায় রঞ্জিতকে দেখতে পান। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করা হয়। খবর দেওয়া হয় ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশকে। পুলিশ এসে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা রঞ্জিতকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মদ্যপান করে সমুদ্রে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে তাঁর। আজ মৃত দেহের ময়নাতদন্ত হবে কাকদ্বীপ হাসপাতাল মর্গে। রবিবারই পুলিশের তরফে ফোনে মৃতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। আজ ময়নাতদন্তের পর দেহ শিলিগুড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। একুশে জুলাই কলকাতার সমাবেশে তাঁর যোগ দেওয়ার কথা ছিল। সেই মতোই বাড়ি থেকে বেরিয়ে ছিলেন। এরপর সেই সভায় না গিয়ে কয়েকজন বন্ধুর সঙ্গে চলে এসেছিলেন বকখালি বেড়াতে। এরপর রবিবার বিকেলেই তাঁর মৃতদেহ উদ্ধার হয়।
আরও পড়ুন: পানিহাটিতে তৃণমূলের দুই গোষ্ঠীর মারপিট
আরও খবর দেখুন