কলকাতা: গলফগ্রিন থানা এলাকায় উদ্ধার কাটা মুণ্ডু। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছেন গলফগ্রিন থানার পুলিশ। ইতিমধ্যেই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে গলফগ্রিন এলাকা জুড়ে। ঘটনার খবর সামনে আসার পরেই তরিঘরি তদন্তে নামেন গলফগ্রিন থানার পুলিশ।
আরও পড়ুন: দিল্লি সহ আরও তিন রাজ্যে আতশবাজি বন্ধ নিয়ে কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
নেতাজি নগর থানার পাশে এক মহিলার কাটা মুণ্ডু উদ্ধার করা হয়েছে। সেই ঘটনা প্রথমে নজর আসে স্থানীয় বাসিন্দাদের। তারপরেই স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় খবর দেওয়া হয় এলাকার কাউন্সিলারকে। কাউন্সিলার তড়িঘড়ি এলাকায় ছুটে আসেন ঘটনার তদন্তে। নজরে আসে ময়লা ফেলার জায়গাতে পড়ে রয়েছে এক মহিলার কাটা মুণ্ডু। দেখা মেলে তাজা রক্তেরও। যা দেখে অনুমান করা হচ্ছে, মহিলাকে খুন করা হয়েছে গতকাল নয়ত আজ সকালে। তাঁকে খুন করে, নিহত মহিলার কাটা মুণ্ডু আবর্জনার স্তুপে কেউ ফেলে দিয়ে গেচ্ছে। যার জেরে এলাকাজুরে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত রিজেন্ট পার্ক থানার পুলিশ। তবে কার সেই কাটা মুণ্ডু তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। কীভাবেই বা ভ্যাট থেকে উদ্ধার হল কাটা মুণ্ডু, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। মৃত মহিলাকে শনাক্ত করার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। দেহের বাকি অংশের তদন্তে ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।
দেখুন অন্য খবর