কলকাতা: মিনিস্কার্টে বোল্ড লুকে পুরুষ হৃদয়ে ঝড় তুললেন আকাঙ্ক্ষা পুরী (Akansha Puri)। শীতের মরসুমে গর্জাস লুকে ধরা দিলেন অভিনেত্রী। শুধু কী তাই, মিনিস্কার্ট, ক্রপ টপ আর লক্ষ টাকার গুচির ব্যাগ-নিয়ে ক্যামেরার সামনে পোজও দিলেন।
আরও পড়ুন: শানেলের ব্লেজারে স্টাইলিশ অনন্যা
অভিনেত্রী আকাঙ্ক্ষা পুরী তার সাহসী লুকের জন্য সবসময়ই লাইমলাইটে থাকেন। তরুণদের স্বপ্ন সুন্দরী আকাঙ্ক্ষা। তার সাহসী গ্ল্যামারাস ফটো এবং ভিডিওগুলির জন্য বেশি শিরোনামে রয়েছেন। বিখ্যাত টিভি অভিনেত্রী, যিনি তার হট স্টাইল দিয়ে দর্শকদের হৃদয়ে রাজত্ব করেন। সম্প্রতি মুম্বাইয়ের আন্ধেরিতে দেখা গিয়েছে। এ সময় তিনি ধূসর রঙের মিনি স্কার্টের সঙ্গে ম্যাচিং ক্রপ টপ পরেছিলেন। মিনি স্কার্ট সঙ্গে মানানসই ক্রপ টপের হাতে গুচির ব্যাগ নিয়ে সাহসী অবতারে অভিনেত্রী।
দেখুন ভিডিও