ওয়েব ডেস্ক: বলিউডের (Bollywood) দেশভক্তির প্রতীক, কিংবদন্তি অভিনেতা-পরিচালক মনোজ কুমার (Manoj Kumar) আর নেই। বয়স হয়েছিল ৮৭ বছর। শুক্রবার ভোররাতে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ‘ভারত কুমার’ নামে যাঁকে চিনত গোটা দেশ, তাঁর প্রয়াণে ভারতীয় চলচ্চিত্র জগতের এক গৌরবময় অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। পাশে ছিলেন ছেলে কুণাল, যিনি ভাঙা গলায় জানান, “ভোর রাত সাড়ে তিনটে নাগাদ বাবা চলে গেলেন। দীর্ঘদিন রোগভোগের মধ্যেও তিনি অসম্ভব সাহসিকতায় লড়াই করে গেছেন। সাঁইবাবার কৃপায় তিনি শান্তিতে ঘুমিয়েছেন। মাত্র দু’মাস বাদেই তাঁর ৮৮তম জন্মদিন ছিল।” কুণাল আরও জানান, শেষ বয়সে নাতি-নাতনিদের সঙ্গে সময় কাটিয়েই তিনি সবচেয়ে বেশি আনন্দ পেতেন।
আরও পড়ুন: বলিউডের ‘ দেশপ্রেমী ‘ র চিরবিদায়! প্রয়াত মনোজ কুমার
মনোজ কুমারের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বলিউডের বহু নামজাদা তারকা। অক্ষয় কুমার লিখেছেন, “দেশপ্রেম কীভাবে প্রকাশ করতে হয়, তা তাঁর কাছ থেকেই শিখেছি। আমাদের শিল্পজগতের শ্রেষ্ঠ ধন ছিলেন তিনি। তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা।”
চলচ্চিত্রকার মনোজ মুন্তাশির বলেন, “মনোজজির নামের সঙ্গে আমার নাম মিলে যায়—এটাই আমার জীবনের গর্ব। তাঁর সিনেমা আমায় শিখিয়েছে দেশকে ভালোবাসতে। যদি তিনি না থাকতেন, ‘তেরি মিট্টি’ কখনও লেখা যেত না। ওম শান্তি, আমার বীর!”
পরিচালক বিবেক অগ্নিহোত্রী লিখেছেন, “মনোজজি ছিলেন ভারতীয় সিনেমার প্রকৃত পথপ্রদর্শক। তিনি শুধু সিনেমা বানাননি, সিনেমার নতুন ব্যাকরণ লিখে দিয়ে গেছেন। তাঁর মতো দেশপ্রেমিক নির্মাতা বিরল।”
‘উপকার’, ‘পূরব অউর পশ্চিম’, ‘ক্রান্তি’, ‘রোটি কাপড়া অউর মাকান’-এর মতো অনন্য দেশাত্মবোধক চলচ্চিত্র তাঁর ঝুলিতে। ৬৩তম জাতীয় পুরস্কারে প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের হাত থেকে পেয়েছিলেন দাদাসাহেব ফালকে পুরস্কার—ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান।
পরিচালক মধুর ভাণ্ডারকর লিখেছেন, “মনোজজির সিনেমা আমাদের রক্তে দেশপ্রেম জাগায়। তিনি ছিলেন ভারতীয় সিনেমার চিরস্মরণীয় মাইলস্টোন। তাঁর আত্মার শান্তি কামনা করি। ওম শান্তি।”
দেখুন আরও খবর: