কলকাতা: বি-টাউন মেতেছে দিওয়ালি সেলিব্রেশনে। দিওয়ালি আসতে কয়েকদিন দেরি হলেও বলিউডে শুরু হয়ে গিয়েছে পার্টি। দুদিন আগেই ফ্যাশন ডিজাইনার মনীষ মালহোত্রার দিওয়ালির পার্টিতে দেখা গিয়েছিল রেখা, শাবানা আজমি, কাজল করিশ্মা, আলিয়া থেকে এক ঝাঁক তারকাকে। এবার প্রযোজক রমেশ তুরানির পার্টিতে হাজির সইফ আলি খান, অনিল কাপুর, সোনাক্ষী সিনহা, তামান্না ভাটিয়া, শিল্পা থেকে বলি সেলেবরা। পার্টিতে নবাবি মেজাজে দেখা যায় সইফ আলি খানকে।
দিওয়ালি পার্টিতে একাই গিয়েছিলেন সিদ্ধার্থ মালহোত্রা। ডিজাইনার আবু জানি-সন্দীপ খোসলার পার্টিতে দেখা যায় অনিল কাপুর ও করণ জোহরকে।
সোনাক্ষী সিনহা সেজে ছিলেন পেস্তা রঙের পোশাকে ও জাহির ইকবাল কালো ইন্দো-ওয়েস্টান পোশাকে।
একসঙ্গেই পার্টিতে যান বিজয় বর্মা ও তামান্না ভাটিয়া। অভিনেত্রীকে পিঙ্ক লেহেঙ্গায় দেখা যায়।
হোয়াইট কম্বিনেশনে সেজেছিলেন শিল্পা শেট্টি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রা।
সইফপুত্র ইব্রাহিমকে দেখা যায় ইন্দো-ওয়েস্টার্ন লুকে। অমিতাভের নাতি অগস্ত্য এসেছিলেন নীল কুর্তা পরে।