গঙ্গারামপুর: সকলের কাজে ব্যস্ত সকলেই, তারমধ্যেই হঠাৎ জোরালো শব্দে কেঁপে উঠল চারপাশ। ভয়াবহ বিস্ফোরণের জন্য উড়ে গেল আস্ত ঘরের চাল। এই বিস্ফোরণের ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য তৈরি হল গঙ্গারামপুর (Gangarampur) ব্লকের অন্তর্গত ঠ্যাঙ্গাপাড়া বাজার এলাকায়। বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের (Belbari Village Panchayat) ঠ্যাঙ্গাপাড়া বাজার এলাকায় স্থানীয় লক্ষ্মী মণ্ডপের অফিস ঘরে শুক্রবার সকালে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে ভেঙে যায় ঘরের চাল, ফেটে যায় ঘরে দেওয়াল। এই ঘটনায় এলাকায় তীব্র আতঙ্কে সৃষ্টি হয়েছে। বোমাই বিস্ফোরণ হয়। হতাহতের কোনও খবর নেই।
আরও পড়ুন: মূল্যবৃদ্ধি রুখতে টাস্ক ফোর্সের অভিযান
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই অফিস ঘরটি দীর্ঘদিন আগে এসএফআইয়ের অফিস ছিল। পরবর্তী সময়ে ওই ঘর তৃণমূল দখল করে নেয় বলে অভিযোগ। যদিও বর্তমানে ওই ঘরটি লক্ষ্মী মন্দির কমিটির অফিস ঘর বলেই পরিচিত। সকালে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গঙ্গারামপুর থানার পুলিশ। সেইসঙ্গে পৌঁছায় গঙ্গারামপুর মহকুমার এসডিপিও দীপাঞ্জন ভট্টাচার্য। পরবর্তীতে ঘটনা স্থলে পৌঁছায় বোম স্কোয়াড টিম। এরপর বিস্ফোরণস্থল সম্পূর্ণভাবে খতিয়ে দেখে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, স্থানীয় মন্দিরের অফিসের ভেতরে মজুত করা ছিল বোমা। সেই বোমা ফেটে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান পুলিশের। এই ঘটনায় তদন্ত নেমে স্থানীয় তিনজনকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে গঙ্গারামপুর থানা পুলিশ।
অন্য খবর দেখুন