নয়াদিল্লি: হায়দ্রাবাদ (Bomb threat Hyderabad flights) থেকে দিল্লি এবং চণ্ডীগড় বিমানে বোমাতঙ্ক (Bomb threat)। মাঝ আকাশে বোমার হুমকি পাইলটের কানে পৌঁছয় শনিবার সকালে দুটি বিমানে বোমার রাখা রয়েছে বলে হুমকির ফোন আসে। তারপরই জরুরি ভিত্তিতে বিমান দুটি অবতরণ করা হয়। উভয় বিমানের সমস্ত যাত্রীদের নিরাপদে নামানো হয়ে। নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পরে বিমান দুটি আবার গন্তব্যের উদ্দেশে পাঠানো হবে। এই নিয়ে গত কয়েক দিনে ৪০টিরও বেশি ভারতীয় বিমান বোমা বিস্ফোরণের হুমকি পেল।
আরও পড়ুন: ডুপ্লিকেট ভোটার কার্ড ইস্যু, নির্বাচন কমিশনে আস্থা বোম্বে হাইকোর্টের
হায়দ্রাবাদ থেকে চণ্ডীগড়, এবং একটি আকাশা এয়ার ফ্লাইট দিল্লির দিকে যাচ্ছিল। যদিও আকাসা এয়ার ফ্লাইটের ফ্লাইট নম্বর এখনও নিশ্চিত করা হয়নি, উভয় এয়ারলাইন্স নিশ্চিত করেছে যে প্রয়োজনীয় নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করা হয়েছিল। ইন্ডিগো ফ্লাইট 6E 108 হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল 10:37 ছেড়ে যায় এবং দুপুর 12:46 টায় চণ্ডীগড়ে নিরাপদে অবতরণ করে। বিমানের বোমা রাখা আছে বলে খবর ছড়ায়। যাত্রীদের সুরক্ষার বিষয়টি বিবেচনা করে এর পরেই পাইলট বিমানের জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। ইন্ডিগো এয়ারলাইন্স এক বিবৃতিতে বলেছে, যাত্রী এবং ক্রুদের নিরাপত্তা নজর দেওয়া হয়েছে। এই পরিস্থিতির কারণে আমাদের গ্রাহকদের অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
অন্য খবর দেখুন