কোয়েটা: শনিবার সাতসকালে ভয়াবহ এক বিস্ফোরণে কেঁপে ওঠে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা রেলস্টেশন। স্থানীয় সময় সকাল প্রায় পৌনে ন’টায় পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস কোয়েটা স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছায়। সেই সময় প্ল্যাটফর্মে উপস্থিত ছিলেন বহু যাত্রী। এছাড়াও সেখানে অপেক্ষা করছিলেন এক দল পাকিস্তানী সেনাও। ট্রেন প্ল্যাটফর্মে ঢুকতে ট্রেনে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন যাত্রীরা। ঠিক তখনই এই জোরালো বিস্ফোরণ ঘটে। ভয়ানক বিস্ফোরণে এখন পর্যন্ত ১৪ জন সেনা-সহ মোট ২৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। খবর মিলেছে, এই বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন ৬০ জনেরও বেশি মানুষ। মুহূর্তে ভয়াবহ হয়ে ওঠে কোয়েটা স্টেশনের ছবিটা। এমনকি, বিস্ফোরণের তীব্রতায় স্টেশনের ছাউনির একটি বিশাল অংশ ধসে পড়ে।
আরও পড়ুন: হাসিনা দেশ ছাড়ার পর প্রথম কর্মসূচি আওয়ামি লিগের, পাল্টা হুঁশিয়ারি সরকারের
কোয়েটার পুলিশ সুপার মহম্মদ বালোচ জানান, বিস্ফোরণের সময় প্ল্যাটফর্মে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন। পুলিশ এবং বম্ব স্কোয়াডের প্রাথমিক ধারণা, “এটি একটি পরিকল্পিত আত্মঘাতী বিস্ফোরণ হতে পারে। প্রায় ৬-৮ কেজি বিস্ফোরক ব্যবহার করে এই হামলা চালানো হয়। হামলাকারী যাত্রীদের ভিড়ের মধ্যেই লুকিয়ে ছিল এবং তার মূল লক্ষ্য ছিল স্টেশনে অপেক্ষারত পাক সেনার দলটি।” এদিকে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বিস্ফোরক একটি ব্যাগে ভরে রাখা হয়েছিল। বিস্ফোরণের ধরন দেখে মনে হচ্ছে, এটি একটি আত্মঘাতী হামলা। তবে পুলিশ এখনও নিশ্চিত করে বলতে পারেনি যে হামলাকারী কীভাবে বিস্ফোরক স্টেশনে নিয়ে আসে। এই মর্মান্তিক ঘটনায় পুরো পাকিস্তান জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
দেখুন ভিডিও: