দক্ষিণ ২৪ পরগণা: বোমাবাজিকে কেন্দ্র করে আবারও চাঞ্চল্য ছড়াল ভাঙড়ে। রাতের অন্ধকারে বোমাবাজি করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর কাশিপুর থানার কৃষ্ণমাটি এলাকায়। রাতে বোমাবাজির পাশাপাশি দিনেও ঘটনাস্থলে তাজা বোমা দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, কৃষ্ণমাটি এলাকার একটি পেয়ারা বাগানে তাজা বোমা দেখতে পান স্থানীয় কৃষকরা। পরে খবর দেওয়া হয়, উত্তর কাশিপুর থানায়। খবর পেয়ে পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বোমা উদ্ধার করে তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন: ডিসেম্বরেই উচ্চ প্রাথমিকের ওয়েটিং লিস্টের প্রার্থীদের কাউন্সেলিং! জানুন তারিখ
এই ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে আইএসএফ’কে নিশানা করা হয়েছে। অন্যদিকে আইএসএফ নেতৃত্বের দাবি, গতকাল ভাঙড় ২ নম্বর ব্লকে গিয়েছিলেন আরাবুল ইসলাম। আরাবুল অনুগামীদের ভয় দেখানোর জন্যই শওকত মোল্লার অনুগামীরা বোমাবাজি করে বোমা রেখে গেছে বলে অভিযোগ। ইতিমধ্যেই উত্তর কাশিপুর থানার পুলিশ কর্মীরা বোমা উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে কে বা কারা এই বোমাবাজির সঙ্গে জড়িত, তা জানার জন্য তদন্ত চালাচ্ছে পোলেরহাট থানার পুলিশ কর্মীরা।
দেখুন আরও খবর: