হুগলি: মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট (Electrocuted) হয়ে মৃত্যু হল ছেলের।রবিবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটে, হুগলির পান্ডুয়া ব্লকের খন্যান, দক্ষিণপাড়া এলাকায়।
মৃত ছাত্রের নাম অরিত্র ঘোষ।বয়স ১৩ বছর। অরিত্র ঘোষ অষ্টম শ্রেণীর এক ছাত্র।
আরও পড়ুন: দক্ষিণের একাধিক জেলায় লাল সতর্কতা, সোমবার ভারী বৃষ্টি…
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট (Electrocuted) হয় অরিত্রর মা। মায়ের চিৎকার শুনে ছুটে যায় কিশোর। মাকে বিদ্যুৎপৃষ্ঠ হতে দেখে জোরে ধাক্কা দিয়ে সরায় সে। এরপরই মাকে বাঁচালেও পাশে থাকা একটি বিদ্যুতের তারকে ধরে ফেলে অরিত্র। কিন্তু নিজে বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই কিশোর। তাদের চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। তড়িঘড়ি তাকে উদ্ধার করে পরিবারের লোকজন ও স্থানীয়রা পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। দেহ ময়না তদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠায় পান্ডুয়া থানার পুলিশ। এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা এলাকায়।
অন্য খবর দেখুন