ইস্তাম্বুল: স্ত্রীকে স্ক্রু ড্রাইভার দিয়ে বারবার আঘাত করে খুন (Death) করার অভিযোগে এক ব্রিটিশ নাগরিককে (British Man) গ্রেফতার (Arrest) করা হল। ঘটনাটি ঘটেছে তুরস্কের ইস্তাম্বুলে (Istanbul)। জানা গিয়েছে,তুর্কির ইস্তাম্বুলের ফাতিহ শহরের একটি হোটেলে ২৬ বছর বয়সী মহিলার গলায় এবং শরীরে ৪১ টি ক্ষত সহ মৃত অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশ একজন ২৮ বছর বয়সী ব্রিটিশ ব্যক্তিকে গ্রেফতার করেছে। ওই ব্রিটিশ ব্যক্তি তার স্ত্রীকে স্ক্রু ড্রাইভার দিয়ে ৪১ বার ছুরিকাঘাত করেছিলেন বলে অভিযোগ রয়েছে। যার ফলে তাঁর মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, চিৎকার শুনে হোটেলের কর্মীরা রুমে ঢুকে দেখেন ওই মহিলা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।
অভিযুক্ত ব্যক্তির নাম আহমেত ইয়াসিন এম (Ahmet Yasin M)। রক্তাক্ত টি-শার্ট পরা অবস্থায় গ্রেফতার করা হয় তাকে। সে হত্যার কথা স্বীকার করে এবং একটি টয়লেটে অস্ত্র ফেলে দেওয়ার কথা স্বীকার করে। এই দম্পতি ঘটনার মাত্র তিন দিন আগে যুক্তরাজ্য থেকে এসেছিলেন।
আরও পড়ুন: হামাসের শীর্ষ নেতার বাড়িতে হামলা ইজরায়েলি সেনার