Placeholder canvas
HomeScrollস্ক্রু ড্রাইভার দিয়ে স্ত্রীকে খুন, তুরস্কে ধৃত ব্রিটিশ নাগরিক

স্ক্রু ড্রাইভার দিয়ে স্ত্রীকে খুন, তুরস্কে ধৃত ব্রিটিশ নাগরিক

অভিযুক্ত ব্যক্তির নাম আহমেত ইয়াসিন এম

ইস্তাম্বুল: স্ত্রীকে স্ক্রু ড্রাইভার দিয়ে বারবার আঘাত করে খুন (Death) করার অভিযোগে এক ব্রিটিশ নাগরিককে (British Man) গ্রেফতার (Arrest) করা হল। ঘটনাটি ঘটেছে তুরস্কের ইস্তাম্বুলে (Istanbul)। জানা গিয়েছে,তুর্কির ইস্তাম্বুলের ফাতিহ শহরের একটি হোটেলে ২৬ বছর বয়সী মহিলার গলায় এবং শরীরে ৪১ টি ক্ষত সহ মৃত অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশ একজন ২৮ বছর বয়সী ব্রিটিশ ব্যক্তিকে গ্রেফতার করেছে। ওই ব্রিটিশ ব্যক্তি তার স্ত্রীকে স্ক্রু ড্রাইভার দিয়ে ৪১ বার ছুরিকাঘাত করেছিলেন বলে অভিযোগ রয়েছে। যার ফলে তাঁর মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, চিৎকার শুনে হোটেলের কর্মীরা রুমে ঢুকে দেখেন ওই মহিলা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।

অভিযুক্ত ব্যক্তির নাম আহমেত ইয়াসিন এম (Ahmet Yasin M)। রক্তাক্ত টি-শার্ট পরা অবস্থায় গ্রেফতার করা হয় তাকে। সে হত্যার কথা স্বীকার করে এবং একটি টয়লেটে অস্ত্র ফেলে দেওয়ার কথা স্বীকার করে। এই দম্পতি ঘটনার মাত্র তিন দিন আগে যুক্তরাজ্য থেকে এসেছিলেন।

আরও পড়ুন: হামাসের শীর্ষ নেতার বাড়িতে হামলা ইজরায়েলি সেনার

ধৃত স্বামী দাবি করেছেন যে তার স্ত্রী তাকে মাদক সরবরাহ করার পরে বিবাদ শুরু হয়। যার ফলে তার মর্মান্তিক মৃত্যু হয়। সন্দেহভাজন ব্যক্তিকে একটি ছবিতে বন্দী করা হয়েছে। তাকে হাতকড়া পরিয়ে ইস্তাম্বুল পুলিশ বিভাগ থেকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তার মাথা নত করা হয়েছে।
আরও খবর দেখুন 
Top News | দেখে নিন আজ নজরে রয়েছে কোন গুরুত্বপূর্ণ খবরগুলি
RELATED ARTICLES

Most Popular

Recent Comments