নয়াদিল্লি: এক্স (X) হ্যান্ডলের (ট্যুইটার) মালিক ইলন মাস্ক (Elon Musk) ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হয়ে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে প্রচার করেছিলেন। জয়ের পর ট্রাম্প মাস্ককে বিজয়ী ভাষণেই ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। অভিযোগ, মাস্ক এক্স হ্যান্ডলকে কাজে লাগিয়ে বিরক্তিকর বিষয় প্রচার করেছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ২০০ বছরের প্রাচীন দ্য গার্ডিয়ান (The Guardian) পত্রিকা এক্স হ্যান্ডল ত্যাগ করার ঘোষণা করল প্রকাশ্যেই।
বুধবার, ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান এক্স-কে বিষাক্ত বিষয় ছড়ানোর জন্য দায়ী করেছে। এবং ওই প্ল্যাটফর্ম ব্যবহার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। দ্য গার্ডিয়ান ব্রিটিশ দৈনিক পত্রিকা। এটি ১৮২১ সালে ম্যানচেস্টার গার্ডিয়ান হিসাবে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৫৯ সালে এর নাম পরিবর্তন করে। দ্য গার্ডিয়ান একটি প্রতিবেদনে এক্স-এর মালিক ইলন মাস্ককে প্লাটফর্মে বিষাক্ত বিষয়ে নেতৃত্ব দেওয়ার জন্য দায়ী করেছে। মাস্ক ডোনাল্ড ট্রাম্পকে পুনরায় নির্বাচিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
আরও পড়ুন: ক্যানসার সারাবে ন্যানো রোবট! সুইডেনে যুগান্তকারী আবিষ্কার
মার্কিন নির্বাচনের পরে, নেতিবাচক বিষয় ইতিবাচককে ছাড়িয়ে যাওয়ার পরে এই মিডিয়া জায়ান্ট এক্স ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছিল। ওই প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কথায়, “আমরা মনে করি যে এক্সে থাকার সুবিধাগুলি এখন নেতিবাচক। এবং সেই সংস্থানগুলি আমাদের সাংবাদিকতাকে অন্যত্র প্রচারের জন্য আরও ভালভাবে ব্যবহার করা যেতে পারে। এতে বলা হয়েছে কিভাবে “এক্স-এ বিরক্তিকর বিষয়বস্তু প্রচার করা হয়েছিল। ব্রিটিশ দৈনিকটি বলেছে যে ইলন মাস্ক রাজনৈতিক বক্তৃতা গঠনের জন্য প্ল্যাটফর্মটি ব্যবহার করেছেন। উল্লেখ্য, এই খ্যাতনামা সংবাদমাধ্যম প্রতিষ্ঠানটির এক্স হ্যান্ডল প্ল্যাটফর্মে ২ কোটির বেশি ফলোয়ার রয়েছে। তবে এই বিষয়ে এক্স হ্যান্ডল কর্তৃপক্ষ বা ইলন মাস্কের বক্তব্য জানা যায়নি।
দেখুন অন্য খবর: