কলকাতা: ধান কেনায় উঠে আসছে দালাল চক্রের যোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তারপরেও ধান কেনায় সক্রিয় দালাল চক্র। কেন দালাল চক্রের যোগ সক্রিয় থাকছে? এই প্রশ্ন তুলেই এবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন কুন্তল ঘোষ
ধান কেনা নিয়ে এবার নবান্নে বসতে চলেছে জরুরি বৈঠক। আজ দুপুর দেড়টা নাগাদ ধান কেনা নিয়ে জরুরি বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী। বৈঠকে ভার্চুয়ালই উপস্থিত থাকবেন মুখ্যসচিব মনোজ পান্থও। পাশাপাশি বৈঠকে উপস্থিত থাকবেন সমস্ত জেলার জেলাশাসক, খাদ্য দফতর ও জেলাস্তরের সমস্ত আধিকারিকরা উপস্থিত থাকবেন এই বৈঠকে। এই বৈঠকে ডাকা হয়েছে খাদ্যমন্ত্রীকেও।
ধান কেনা নিয়ে যাতে কোনরকম দুর্নীতি না হয়ে সেই কথাকেই মাথায় রেখে আজ ডাক দেওয়া হল এই বৈঠকের। মুখ্যসচিবের পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছে এই বৈঠকের। ধান কেনায় কেন দালাল চক্র সক্রিয়? কেনই বা ধান কেনাবেচায় দালাল মাঝখানে থাকবে? এই অভিযোগ তুলে এবার ডাক দেওয়া হল বৈঠকের। ভার্চুয়াল মাধ্যমে সমস্ত জেলার জেলাশাসককে অবধারিত ভাবে উপস্থিত থাকতে হবে বলে জানানও হয়েছে। কোন জেলার ঠিক কী অবস্থা সেই সমস্ত কিছু নিয়ে বসতে চলেছে এই বৈঠক। নবান্নে হতে চলেছে এই বৈঠক।
দেখুন অন্য খবর