হায়দরাবাদ: কংগ্রেসকে চ্যালেঞ্জ জানাতে ৪০০ টাকায় রান্নার গ্যাস, ১৫ লক্ষ টাকার স্বাস্থ্য বিমার ভোট প্রতিশ্রুতি তেলঙ্গানার (Telangana) মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের (K Chandrashekar Rao)। ভারত রাষ্ট্র সমিতির নেতা (BRS) তথা রাজ্যের মুখ্যমন্ত্রী রবিবার নির্বাচনী ইস্তাহার (Manifesto) প্রকাশ করেন। দলের কল্যাণমূলক কর্মসূচি দলিত বন্ধু এবং কেসিআর বিমা ভোট প্রতিশ্রুতিতে থাকছে। প্রথম প্রকল্পটিতে রাজ্যের প্রতিটি দলিত পরিবার ব্যবসা কিংবা কৃষিতে বিনিয়োগের জন্য ১০ লক্ষ টাকা অনুদান পাবে। কেসিআর বিমা প্রকল্পে রাজ্যের ৯৩ লক্ষ দারিদ্র্যসীমার নীচে বসবাসকারী পরিবার ৫ লক্ষ টাকার বিমা পাবেন।
কেসিআর ঘোষণা করেন, প্রবীণ, বিধবা এবং বিশেষভাবে সক্ষমদের সামাজিক পেনশন প্রকল্পের টাকা ১০১৬ টাকা থেকে মাসিক ৫ হাজার টাকা করা হবে। ভোটে জিতলে কয়েক মাসের মধ্যে দফায় দফায় ওই টাকা বাড়বে। বিশেষভাবে সক্ষমদের প্রতি মাসে ৬ হাজার টাকা দেওয়া হবে। এছাড়াও ৪০০ টাকায় রান্নার গ্যাস ও ১৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা দেওয়া হবে। সকলের জন্য ঘর যে কোনও সরকারের সামাজিক দায়বদ্ধতার মধ্যে পড়ে।
আরও পড়ুন: পুজো উদ্বোধনে কলকাতায় আসছেন অমিত শাহ
একথা জানিয়ে কেসিআর বলেন, হায়দরাবাদে এর জন্য আরও এক লক্ষ ডাবল বেডরুম তৈরি করা হবে।
এদিন সন্ধ্যায় সিড্ডিপেট জেলার হুসনাবাদ এলাকায় একটি জনসভায় ভাষণ দেবেন কেসিআর। এর আগে ২০১৮ সালের ভোটেও হুসনাবাদ থেকে প্রচার শুরু করেছিলেন তিনি। উল্লেখ্য, অন্যান্য দলের থেকে অনেক এগিয়ে গত অগাস্ট মাসেই ১১৯ সদস্য বিশিষ্ট বিধানসভার ১১৫ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিআরএস। প্রসঙ্গত, আগামী ৩০ নভেম্বর তেলঙ্গানা বিধানসভার ভোট রয়েছে।
আরও খবর দেখুন