পশ্চিম বর্ধমান: এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল পশ্চিম বর্ধমানের বুদবুদের মানকর গ্রামীণ হাসপাতালে (Mankar Grmain Hospital)। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বুদবুদ থানার (Budbud PS) পুলিশ। মৃত ব্যক্তির নাম মাধাই বাদ্যকর (৫৬)। তাঁর বাড়ি বুদবুদের কোটা গ্রামে। জানা গিয়েছে, শুক্রবার সকালে মাধাই বাদ্যকরের বুকে ব্যথা উঠলে তাঁকে তড়িঘড়ি মানকর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের অভিযোগ, তাঁকে যখন হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেই সময় হাসপাতালে ডাক্তার এমার্জেন্সিতে উপস্থিত না থাকার কারণে নূন্যতম চিকিৎসা করা হয়নি।
বিনা চিকিৎসায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ তোলে পরিবারের লোকজন। পরে হাসপাতলে চিকিৎসক না থাকায় সেখানকার কর্তব্যরত নার্সকে বলা হলে তিনি মাধাই বাদ্যকরকে একটি ইনজেকশন দেন। পরিবারের অভিযোগ, ইনজেকশন দেওয়ার পরই তাঁর মৃত্যু হয়। চিকিৎসার অভাবে মৃত্যুর অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করে পরিবারের লোকজন। বুদবুদ থানার পুলিশের সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে পরিবারের লোকজনের বচসা চলে। যদিও হাসপাতালের পক্ষ থেকে চিকিৎসায় গাফিলতির অভিযোগ অস্বীকার করা হয়েছে।
আরও পড়ুন: গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, আটক স্বামী
আরও খবর দেখুন