দক্ষিণ ২৪ পরগনা: বজবজে (Budge Budge) এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ। ঘটনাটি ঘটে বজবজের চকগোপাল এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ (Police) দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। দেহ ময়নাতদন্তে পাঠাল পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিন বছর আগে বজবজের চিংড়িপোতা রাজারামপুরের বাসিন্দা কোয়েল দলুইয়ের (১৯) সঙ্গে বিয়ে হয় বজবজের চকগোপালের বাসিন্দা সুমন মন্ডলের। পরিবারের লোকজনের অভিযোগ, বিয়ের দেড় মাস পর বাপের বাড়ি চলে আসে কোয়েল। বিয়ের পর থেকেই অত্যাচার করত। বাপের বাড়ি থাকা অবস্থাতেও স্বামী সুমন মন্ডল বাপের বাড়িতে এসে বিরক্ত করত। এরপর কোয়েলের দাদা তাকে দাদার বাড়িতে নিয়ে যায়। বেশ কয়েকদিন আগে মেয়েটিকে বাপের বাড়ির তরফ থেকে বিউটিশিয়ান কোর্স করার জন্য ভর্তি করা হয় বজবজে। সেইমতো ক্লাসে যেত কোয়েল। ক্লাসে যাতায়াতের পথে সুমনের কোনও বন্ধু দেখতে পায় কোয়েলকে। তারপর আবারও তাকে বিরক্ত করা শুরু করে সুমন। এরপর ছেলেটি বিভিন্নভাবে মেয়েটিকে রাজি করিয়ে তার বাড়ি নিয়ে চলে যায়। প্রায় এক সপ্তাহ আগে নিয়ে যায় বলে জানা যায়। নিয়ে যাওয়ার পর আবারও শারীরিক ভাবে অত্যাচার করতে বলে অভিযোগ। সেই কথা বাড়িতে ফোন করে জানায় কোয়েল। গতকাল বাপের বাড়ির লোকজন খবর পায় মেয়েটি আত্মহত্যা করেছে।
আরও পড়ুন: জানেন কি কীভাবে হয় পলিগ্রাফ টেস্ট?
যদিও পরিবারের লোকজনের অভিযোগ, স্বামী, শ্বশুর এবং শাশুড়ি অত্যাচার করত শারীরিকভাবে। গোটা বিষয়ে বজবজ থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবারের লোকজন। অভিযোগের ভিত্তিতে বজবজ থানার পুলিশ স্বামী সুমন মণ্ডল এবং শ্বশুর সমরেশ মণ্ডলকে আটক করেছে।
আরও খবর দেখুন